সকলের ঐক্যবদ্ধ প্রচেষ্টায় দেশে গণতন্ত্র ফিরে আসবে

স্বেচ্ছাসেবক দল নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময়ে সুফিয়ান

| রবিবার , ২৭ সেপ্টেম্বর, ২০২০ at ৫:০৫ পূর্বাহ্ণ

চট্টগ্রাম মহানগর বিএনপির সিনিয়র সহসভাপতি ও চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক আবু সুফিয়ান বলেছেন, জনবিচ্ছিন্ন সরকারের হাতে দেশে ও জনগণ কোনটিই নিরাপদ নয়। গুমখুন, ধর্ষণ এদের রুটিন কার্যে পরিণত হয়েছে। তাদের দুর্নীতি, দুঃশাসন ও লুটপাটের বিরুদ্ধে প্রতিবাদ রুখতে করা হয়েছে বিভিন্ন ধরনের কালো আইন। একদলীয় শাসন ব্যবস্থা দীর্ঘায়িত করতে বিভিন্ন অপকৌশলের মাধ্যমে বিএনপিকে নিশ্চিহ্ন করার ঘৃণ্য অপচেষ্টায় লিপ্ত সরকার। তারই ধারাবাহিকতায় বিরোধী দলের নেতাকর্মীদের ভিত্তিহীন, ভুয়া ও গায়েবি মামলা দিয়ে কারাগারে প্রেরণ করছে। তিনি বলেন, গণতান্ত্রিক আন্দোলন সংগ্রামে স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীদের অবদান অনস্বীকার্য। দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে স্থায়ী জামিনের মাধ্যমে মুক্ত করে জনগণের স্বাধীনতা ও গণতন্ত্র পুনরুদ্ধারে স্বেচ্ছাসেবক দল রাজপথে আরও বলিষ্ঠ ভূমিকা পালন করবে বলে আমরা আশাবাদী। সকল ভেদাভেদ ও মতানৈক্য ভুলে সংগঠনকে শক্তিশালী করতে সবাইকে একসাথে কাজ করতে হবে। সকলের ঐক্যবদ্ধ প্রচেষ্টায় গণতন্ত্রের বিজয় ছিনিয়ে আনা হবে।

মহানগর স্বেচ্ছাসেবক দলের পূর্ণাঙ্গ কমিটিতে চান্দগাঁও থানা থেকে নির্বাচিত নেতৃবৃন্দের সঙ্গে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। এতে প্রধান বক্তা ছিলেন মহানগর বিএনপির যুগ্ম সম্পাদক আনোয়ার হোসেন লিপু। বিশেষ অতিথি ছিলেন মহানগর যুবদলের সহসভাপতি ম. হামিদ, চান্দগাঁও থানা যুবদলের আহ্বায়ক গোলজার হোসেন, ৬ নম্বর পূর্ব ষোলশহর ওয়ার্ড বিএনপির সহসভাপতি হাজী আবুল বাশার। এসময় উপস্থিত ছিলেন সাইদুল ইসলাম, মো. নুরনবী, সাজিদ হাসান রনি, মো. শহীদুজ্জামান, শিহাব উদ্দিন, আব্দুর রশিদ, মো. শহীদুল ইসলাম, মো. জহরুল ইসলাম জহির, আনোয়ার হোসেন বাদশা, মো. মাসুম, আব্দুল আজিজ, মো. কায়সার উদ্দিন প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধআগুনে পুড়ল খাদ্য গুদাম ও পোশাক কারখানা
পরবর্তী নিবন্ধঅন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদী কণ্ঠস্বর ছিলেন ইঞ্জিনিয়ার আবদুল খালেক