নগরের বিভিন্ন স্থানে বিএনপি এবং দলটির অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে নিম্ন আয়ের মানুষের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে। এ সময় বিএনপি নেতারা বলেন, দেশকে স্থিতিশীল করতে হলে নির্বাচনের কোনো বিকল্প নেই। সংস্কার ও নির্বাচনকে মুখোমুখি দাঁড় করানো ঠিক হবে না।
জামালখান ওয়ার্ড : বিএনপির জাতীয় কার্যনির্বাহী কমিটির সদস্য শামসুল আলম বলেছেন, বিএনপি একটি আদর্শবাদী, গণমুখী ও দায়িত্বশীল রাজনৈতিক সংগঠন হিসেবে দেশের মানুষের জীবনমান উন্নয়নের জন্য কাজ করে যাচ্ছে। সমাজের বঞ্চিত, অবহেলিত ও অসহায় মানুষের কষ্ট লাঘবে নিজেদের সামর্থ্যের আলোকে সহযোগিতা ও সেবা কার্যক্রম নিয়ে তাদের পাশে আছে।
তিনি গতকাল নগরের জামালখান ওয়ার্ডে সুবিধাবঞ্চিত তিন শতাধিক রোজাদারের মাঝে ব্যক্তিগত তহবিল থেকে সেহরি ও ইফতার সামগ্রী বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। জামালখান ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক তৌহিদুস সালাম নিশাদের সভাপতিত্বে ইফতার বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন নগর বিএনপির যুগ্ম আহ্বায়ক শিহাব উদ্দিন মোবিন। বক্তব্য রাখেন বিএনপি নেতা আবু মোহাম্মদ হোসেন চৌধুরী, আকতার খান, আব্দুল আহাদ স্বপন, জামাল খান, কাজী শাহজাহান, অ্যাডভোকেট আলমগীর চৌধুরী, মাহাম্মদ মনসুর।
বাকলিয়া থানা যুবদল : নগর যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মুহাম্মদ শাহেদ বলেছেন, সংস্কার আর নির্বাচনকে মুখোমুখি দাঁড় করানো ঠিক হবে না। গণতান্ত্রিক রাষ্ট্রে সংস্কার একটি চলমান প্রক্রিয়া। অনির্বাচিত সরকার দীর্ঘদিন রাষ্ট্র ক্ষমতায় থাকলে পুরোনো ফ্যাসিস্টের দোসরেরা নানাবিধ অরাজকতা সৃষ্টি করবে। যা দেশের সার্বভৌমত্ব ও স্বাধীনতার জন্য হুমকিস্বরূপ। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আজ থেকে দুই বছর আগেই রাষ্ট্র সরকারের ৩১ দফা দেশবাসীর নিকট উপস্থাপন করেছিলেন। আগামীতে বিজয়ী হয়ে সরকার গঠন করলে ৩১ দফার আলোকেই দেশ পরিচালিত হবে।
তিনি গতকাল বুধবার বাকলিয়া থানা যুবদলের উদ্যোগে তুলাতলী বিশ্বরোডে অসহায় ও নিম্ন আয়ের লোকজনের মধ্যে ইফতার বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। বাকলিয়া থানা যুবদল নেতা নুরু উদ্দিনের সভাপতিত্বে উপস্থিত ছিলেন যুবদল নেতা আসাদুর রহমান টিপু, জিল্লুর রহমান জুয়েল, মেজবাহ উদ্দিন মিন্টু, সাইফুল ইসলাম নিরব, শাবাব ইয়াজদানী, কলিম উল্লাহ, প্রফেসর সাইদুল হক সিকদার, শাকিল, জসিম উদ্দিন, মোর্শেদ, ইসমাইল, ফাহিম, আজমীর, মো: হেলাল, জাফরুল ইসলাম, ফরহাদ হোসেন, আবদুর রহিম, নাজিম, ওয়াসিক ও আবদুর রশিদ।
চকবাজার বিএনপি : নগর বিএনপির যুগ্ম আহ্বায়ক ইয়াছিন চৌধুরী লিটন বলেছেন, সংষ্কারের নাম করে কোনো অবস্থাতেই নির্বাচনী ব্যবস্থাকে পেছানোর সুযোগ নেই। একটি গোষ্ঠী ক্ষমতার মোহে নিজেরা স্বৈরাচারের মতো কথা বলছে। তবে ভুল পথে গেলে বাংলাদেশের জনগণ কাউকে ক্ষমা করবে না, স্বৈরাচারের মতো অবস্থায় পড়তে হবে। দেশকে স্থিতিশীল করতে হলে নির্বাচনের বিকল্প নেই। নির্বাচিত সরকারই দেশে পরিপূর্ণ গণতন্ত্র প্রতিষ্ঠা করতে পারবে।
তিনি গতকাল বুধবার বিকেলে চকবাজার চন্দনপুরা বিএনপির উদ্যোগে গরীব অসহায় মানুষের মাঝে সেহেরী ও ইফতার সামগ্রী বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। চন্দনপুরা বিএনপির সভাপতি শামশুল ইসলাম বাবুলের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন নগর বিএনপির সাবেক মহিলা বিষয়ক সম্পাদক মোছাম্মৎ লুৎফুন্নেছা। উপস্থিত ছিলেন চন্দনপুরা বিএনপির সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম সামসেদ, বিএনপি নেতা জাহেদুল হক, ইকবাল হোসেন জিসান, জসিম আলী, হায়দার বাবু, মহানগর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মো. আনাছ প্রমুখ।