ঘরের সব কাজ সামলাচ্ছেন স্বামী মোশাররফ করিম আর অফিস নিয়ে ব্যস্ত স্ত্রী তানজিন তিশা! খণ্ড নাটক ‘ওলট পালট’-এ এমন চরিত্রেই দেখা যাবে এই দুই তারকাকে। এস আর মজুমদারের পরিচালনায় সমপ্রতি নাটকটির শুটিং সম্পন্ন হয়েছে। এতে সাহেদ চরিত্রে মোশাররফ করিম আর মিরা হিসেবে দেখা যাবে তানজিন তিশাকে। খবর বাংলানিউজের।
নাটকটি প্রসঙ্গে নির্মাতা বলেন, ‘গল্পটির মধ্যে প্রেম, বিরহ, চ্যালেঞ্জ এবং একটি সংসার রয়েছে। আমি মনে করি এই গল্পটি প্রতিটি সংসারের ভেতরেই আছে। আমরা শুধু পুরনো গল্পটিকে একটু নতুন আদলে তুলে ধরেছি। চেষ্টা করেছি কিছু পজিটিভ বার্তা দেওয়ার। তিনি আরও জানান, গল্পে পরপর ৩ বার চাকরি হারানোর পর সাহেদকে বাসার দায়িত্ব দিয়ে নিজেই চাকরিতে যোগ দেয় মিরা। গল্পটি দর্শকদের ভালো লাগবে। শনিবার সএমভি প্রযোজিত ‘ওলট পালট’ উন্মুক্ত হচ্ছে প্রতিষ্ঠানটির ইউটিউব চ্যানেলে।