সংগ্রামী সৈনিক সেই আমি

হামিদা খাতুন পান্না | বৃহস্পতিবার , ১০ মার্চ, ২০২২ at ৮:১২ পূর্বাহ্ণ

আমি পরাজিত সৈনিক নই,
আমি তেজি, উদগ্রীব, সাহসী।
হেরে যেতে শিখি নি আমি
চলব আমি সাহসী যোদ্ধা হয়ে।
পলাশীর যুদ্ধ আমি দেখি নি
কিন্তু যুদ্ধ করেছি সেই,
পলাশীর যুদ্ধের মতো।
সেই যুদ্ধ জীবন যুদ্ধ।

ছোট্ট সেই মেয়ে ছোটবেলায়
হলো কারো জীবনসাথী,
ভয় ছিল তার জীবনপাতি
অজানা অচেনা জীবনখানি
বয়ে বেড়াল আজীবন।
অবহেলার গ্লানি টানতে টানতে,
সেই মেয়ে দিল হুকার!
শিকলপড়া এ জীবন আর।
মানবে না মেয়েটি তার।
মেয়েটির শুরু হলো জীবন যুদ্ধ।
পরাজয় নিলো না মেনে আর।
সেই থেকে আজও অবধি
সংগ্রাম করেই চলেছি
জয়ী হবোই ইনশাআল্লাহ জানি
সংগ্রামী সৈনিক সেই আমি।

পূর্ববর্তী নিবন্ধদ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির চাপে সাধারণ মানুষ দিশেহারা
পরবর্তী নিবন্ধঅর্থাভাবে বিনা চিকিৎসায় অকাল মৃত্যু প্রত্যাশিত নয়