থিয়েটার ইনস্টিটিউট চট্টগ্রামে উপমহাদেশের শাস্ত্রীয় সঙ্গীতজ্ঞ ওস্তাদ জাকির হোসেন স্মরণে সঞ্চারী সংগীত নন্দন একাডেমির উদ্যোগে দিনব্যাপী অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সংবর্ধেয় অতিথি ছিলেন বংশীবাদক ক্যাপ্টেন (অব.)আজিজুল ইসলাম। প্রফেসর ড.সুদীপা দত্তের সভাপতিত্বে এবং প্রিয়ম কৃষ্ণ দের সঞ্চালনায় এতে অতিথি ছিলেন,প্রফেসর সৈয়দা জেরিনা হোসেন, প্রফেসর ড. মইনুল ইসলাম, সঙ্গীতজ্ঞ অনুরাগী–রিয়াজ ওয়ারেজ, অধ্যক্ষ সোহেলী পারভীন, কিরন শর্মা, কুমার বিশ্বাস, অ্যাড.কানুরাম শর্মা, পৃথ্বীরাজ নন্দী, অ্যাড. শুভাশিস শর্মা।
বক্তারা বলেন, দীর্ঘদিন পর হলেও চট্টগ্রাম নগরীতে একটি শাস্ত্রীয় সংগীত শিক্ষা প্রতিষ্ঠান গড়ে উঠেছে। সঞ্চারী সংগীত নন্দন একাডেমী শুধু চট্টগ্রামে নয়, সারাদেশে স্থান করে নেবে শাস্ত্রীয় সংগীতের চর্চার মধ্য দিয়ে। সংগীত মানুষের মধ্যে এমন চেতনাবোধ সৃষ্টি করে, যা সবসময় সুস্থ ধারার সমাজ গঠনের জন্য ভূমিকা পালন করে। অনুষ্ঠানের সূচনা হয় সঞ্চারী সংগীত নন্দন একাডেমির শিক্ষার্থীদের একক ও সমবেত পরিবেশনা দিয়ে। একাডেমির ৩য় বার্ষিক সম্মিলনে শিক্ষার্থীদের পরিবেশনায় ছিলো পুরিয়া ধানেশ্রী রাগে খেয়াল, রাগপ্রধান গান, যোগ রাগে খেয়াল ও তারানা। শুভেচ্ছা বক্তব্য রাখেন সম্মিলন উদযাপন পরিষদের আহবায়ক আশীষ কুমার চৌধুরী। প্রেস বিজ্ঞপ্তি।