সংগীত মানবিক কাজে অনুপ্রেরণা যোগায়

বাগীশ্বরীর অনুষ্ঠানে অতিথিবৃন্দ

| বুধবার , ৩০ মার্চ, ২০২২ at ১:৩৯ অপরাহ্ণ

চট্টগ্রামের শুদ্ধসংগীত শিক্ষার অন্যতম প্রতিষ্ঠান বাগীশ্বরী সংগীতালয়। সংগীতের সুর মানব মনকে আলোকিত করে। মনের সৎসাহস এবং যেকোনো সৃষ্টিশীল মানবিক কাজে অনুপ্রেরণা যোগায়। অন্যায়কে দূরে ঠেলে সত্য ও সুন্দরের পথ দেখায়। বাগীশ্বরী সংগীতালয় দীর্ঘ ১৮ বছর শুদ্ধ সংগীতের প্রচার ও প্রসারের মাধ্যমে সুস্থ ও মানবিক প্রজন্ম গড়ে তুলতে সচেষ্ট রয়েছে। সম্প্রতি নগরীর আন্দরকিল্লাস্থ বাগীশিক মিলনায়তনে বাগীশ্বরী সংগীতালয়ের আয়োজিত মহান স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা ও মনোজ্ঞ সংগীতানুষ্ঠানে বক্তারা উপরোক্ত কথা বলেন।
বাগীশ্বরী সংগীতালয়ের সভাপতি কৈলাশ বিহারী সেনের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন সিএমপির অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) মো. আমিনুল ইসলাম। মুখ্য আলোচক ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক ড. উদিতি দত্ত। বাচিক শিল্পী অদিতি সাহার সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন বাগীশ্বরী সংগীতালয়ের অধ্যক্ষ রিষু তালুকদার, শুভেচ্ছা বক্তব্য রাখেন স্বাধীনতা দিবস উদযাপন পরিষদের সমন্বয়ক যীশু সেন। বক্তব্য রাখেন পলাশ দে, প্রকৌশলী রিমন সাহা, প্রিয়তোষ নাথ, প্রকৌশলী সুমন সেন, সমিরণ সেন প্রমুখ। আলোচনা সভা শেষে একক ও সমবেত সংগীত, একক ও দলীয় নৃত্য এবং আবৃত্তি পরিবেশন করেন শিল্পীরা। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধত্রিতরঙ্গ আবৃত্তি দলের আবৃত্তি সন্ধ্যা
পরবর্তী নিবন্ধতাদের ‘হোয়াট ইজ লাভ’