সংগীত পরিচালক ফরিদ আহমেদ হাসপাতালে

| বৃহস্পতিবার , ১ এপ্রিল, ২০২১ at ৬:২১ পূর্বাহ্ণ

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত সংগীত পরিচালক ফরিদ আহমেদ হাসপাতালে ভর্তি আছেন। ২৫ মার্চ করোনাভাইরাস শনাক্তের পরপরই রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে তাকে ভর্তি করা হয়েছে বলে জানান তার স্ত্রী শিউলি আক্তার। চিকিৎসকের বরাতে শিউলি জানান, ফরিদ আহমেদের ফুসফুসের ৬০ ভাগ সংক্রমিত হয়েছে। তার শ্বাসকষ্ট রয়েছে; প্রতিদিন ১৫ লিটারের মতো অঙিজেন লাগছে। খবর বিডিনিউজের।
ফিরোজ সাঁইয়ের হাত ধরে ‘স্পন্দন’ এর মধ্য দিয়ে সংগীতের সঙ্গে আনুষ্ঠানিকভাবে পথচলা শুরু করেন ফরিদ আহমদে। ব্যান্ডে শুরুতে গিটার বাজালেও পরবর্তীতে সংগীত পরিচালনায় মনোনিবেশ করেন।
নূর হোসেন বলাইয়ের ‘নিষ্পত্তি’ চলচ্চিত্রের মধ্য দিয়ে সংগীত পরিচালক অভিষেক হওয়ার পর একের পর এক চলচ্চিত্রে কাজ করেছেন তিনি।২০১৭ সালে ‘তুমি রবে নীরবে’ চলচ্চিত্রের সংগীত পরিচালনার জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন ফরিদ আহমেদ।

পূর্ববর্তী নিবন্ধকাল আজ কাল
পরবর্তী নিবন্ধসব্বাই সবার মতনই