ষড়যন্ত্র কি না খতিয়ে দেখছে পুলিশ

লকডাউনে দোকান খোলার বিক্ষোভ

আজাদী অনলাইন | সোমবার , ৫ এপ্রিল, ২০২১ at ৮:৫২ অপরাহ্ণ

করোনার সংক্রমণ রোধে লকডাউনের প্রথম দিনেই দোকান খোলা রাখার বিক্ষোভে উচ্ছৃঙ্খলতা, সরকারবিরোধী স্লোগান কিংবা ষড়যন্ত্রে কেউ লিপ্ত ছিল কি না সেটা খতিয়ে দেখছে পুলিশ।
আজ সোমবার (৪ এপ্রিল) স্বাস্থ্যবিধি মেনে সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত দোকানপাট খোলা রাখার দাবিতে বিভিন্ন ব্যবসায়ী সংগঠনের ব্যানারে নগরীর রেয়াজউদ্দিন বাজার, জুবিলি রোড এলাকায় মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করা হয়। বাংলানিউজ
এ সময় ‘অবৈধ লকডাউন মানি না, মানবো না’, ‘দোকানপাট খুলে দাও দিতে হবে’, ‘লড়াই লড়াই লড়াই চাই, লড়াই করে বাঁচতে চাই’ ইত্যাদি স্লোগান দেওয়া হয় বিক্ষিপ্ত মিছিল থেকে। তাদের বেশির ভাগেরই মুখে মাস্ক ছিল না।
এ বিষয়ে কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নেজাম উদ্দিন বলেন, “আমরা বিক্ষোভের ভিডিও, সিসিটিভি ফুটেজ দেখছি। উপস্থিত অনেকের সঙ্গে কথা বলছি। যদি তারা সরকারবিরোধী কোনো স্লোগান দিয়ে থাকে বা চক্রান্ত থাকে অবশ্যই তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।”

পূর্ববর্তী নিবন্ধকক্সবাজারে ‘লকডাউন দেখতে’ রাস্তায় মানুষ!
পরবর্তী নিবন্ধরাঙামাটিতে ঢিলেঢালা লকডাউন