ষড়যন্ত্রকারীদের আন্দোলন প্রতিহত করা হবে

আওয়ামী লীগের শান্তি সমাবেশে বক্তারা

আজাদী ডেস্ক | রবিবার , ১২ মার্চ, ২০২৩ at ১০:৪৭ পূর্বাহ্ণ

কেন্দ্রীয় আওয়ামী লীগ ঘোষিত বিএনপিজামাতের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের উদ্যোগে শান্তি সমাবেশ গতকাল শনিবার অনুষ্ঠিত হয়েছে।

চান্দগাঁও থানা আওয়ামী লীগ : কথিত সরকার উৎখাত আন্দোলনের নামে বিএনপিজামায়াত চক্রের অরাজকতা সৃষ্টি ও অপতৎপরতা জনগণকে সাথে নিয়ে প্রতিহতের ঘোষণা দিয়েছেন সিটি মেয়র বীর মুক্তিযোদ্ধা মো. রেজাউল করিম চৌধুরী। গতকাল চাঁন্দগাও থানা আওয়ামী লীগের আয়োজিত শান্তি সমাবেশে মেয়র এ ঘোষণা দেন। সমাবেশে সভাপতিত্ব করেন মহানগর আওয়ামী লীগের সংস্কৃতি বিষয়ক সম্পাদক আবু তাহের। ৬নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি সামশুল আলমের সঞ্চালনায় বক্তব্য রাখেন মহানগর আওয়ামী লীগ নেতা নোমান আল মাহমুদ, আবদুছ ছালাম, জোবাইরা নার্গিস খান, নূর আহমদ নূরু, মো. ঈছা। উপস্থিত ছিলেন কাউন্সিলর আশরাফুল আলম, এডভোকেট আইয়ুব খান, জসিম উদ্দিন, মোজাহেরুল হক চৌধুরী, হুমায়ুন কবির, আবুল কালাম, মো. সাইফুদ্দিন, সিরাজুল কবির, শওকত আলী, নঈমউদ্দিন খান, রুবায়েত হোসেন, মেজবাহ উদ্দিন।

দক্ষিণ জেলা আ’লীগ : বাংলাদেশ আওয়ামী লীগ অর্থ ও পরিকল্পনা সম্পাদক ওয়াশিকা আয়েশা খান এমপি বলেছেন, শেখ হাসিনার সরকার জনবান্ধব সরকার, বর্তমান সরকারের আমলে দেশে কেউ না খেয়ে নেই। দেশের মানুষ সন্ত্রাসী দল বিএনপিকে প্রত্যাখ্যান করেছে। গতকাল আন্দরকিল্লাস্থ সংগঠন কার্যালয় প্রাঙ্গণে কেন্দ্রীয় আওয়ামী লীগ ঘোষিত বিএনপিজামাতের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগ আয়োজিত শান্তি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সমাবেশে সভাপতির বক্তব্য রাখেন চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগ সভাপতি (ভারপ্রাপ্ত) মোতাহেরুল ইসলাম চৌধুরী। দক্ষিণ জেলা আওয়ামী লীগ নেতা আবুল কালাম আজাদের সঞ্চালনায় শান্তি সমাবেশে আরও বক্তব্য রাখেন, আওয়ামী লীগ নেতা আবু সাঈদ, এড. মির্জা কছির উদ্দিন, প্রদীপ দাশ, খোরশেদ আলম, আবু জাফর, নুরুল আবছার চৌধুরী, আবদুল কাদের সুজন, আবদুল হান্নান চৌধুরী মঞ্জু, ডা. তিমির বরণ চৌধুরী, আবদুল মতিন চৌধুরী, মোস্তাক আহমদ আঙ্গুর প্রমুখ।

উত্তর জেলা আওয়ামী লীগ : চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগ সভাপতি ও সাবেক জেলা পরিষদ চেয়ারম্যান এম এ সালাম বলেছেন, বিএনপিজামাত চক্র দেশে সন্ত্রাস নৈরাজ্য সৃষ্টি করে পেছনের দরজা দিয়ে ক্ষমতায় আসার দিবাস্বপ্ন দেখছে। এখন সেদিন আর নেই, নির্বাচন ছাড়া ক্ষমতায় আসার দিন শেষ হয়ে গেছে। গতকাল উত্তর জেলা আওয়ামী লীগ আয়োাজিত শান্তি সমাবেশে সভাপতির বক্তব্যে তিনি একথা বলেন। এতে প্রধান বক্তা ছিলেন সধারণ সম্পাদক শেখ আতাউর রহমান। যুগ্ম সাধারণ সম্পাদক দেবাশীষ পালিতের সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সংগঠনের সহ সভাপতি আবুল কালাম আজাদ, নজরুল ইসলাম তালুকদার, আলাউদ্দিন সাবেরী, বেদারুল আলম চৌধুরী বেদার, ফোরকান উদ্দিন আহমেদ, সেলিম উদ্দিন, আখতার হোসেন খান, রওশন আরা রত্না, তানভীর হোসেন তপু, সেলিম উদ্দিন, বিশ্বজিত দাশ বিশু, অরুন চৌধুরী, জুবায়ের ইসলাম ডলার, অভি চৌধুরী, ইঞ্জিনিয়ার নাসির উদ্দিন, একরামুল হক প্রমুখ।

বন্দর থানা আওয়ামী লীগ : চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সহ সভাপতি ও চসিকের সাবেক প্রশাসক খোরশেদ আলম সুজন বলেছেন, দেশে নির্বাচনের পরিবেশ আসলেই প্রধানমন্ত্রীর নেতৃত্বাধীন সরকারকে ক্ষমতা থেকে হটাতে দেশে বিদেশে নানামুখী তৎপরতা শুরু হয়। কিন্তু জনগণ সব অপতৎপরতা রুখে দিবে। গতকাল চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের কর্মসূচির অংশ হিসেবে নিমতলা বিশ্বরোড চত্বরে বন্দর থানা আওয়ামী লীগ আয়োজিত শান্তি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে সুজন উক্ত কথা বলেন। বন্দর থানা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি সুলতান আহম্মদের সভাপতিত্বে এবং ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হাজী মোহাম্মদ ইলিয়াছের সঞ্চালনায় এতে প্রধান বক্তার বক্তব্য রাখেন জহুর আহম্মদ কোম্পানী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন আবদুল আহাদ। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন শাহনেওয়াজ চৌধুরী, রশিদ আহাম্মদ চৌধুরী, মো. ইস্কান্দার মিয়া, জানে আলম, কাউন্সিলর আব্দুল মান্নান, মো. হাসান প্রমুখ।

পাহাড়তলী থানা আওয়ামী লীগ : সারাদেশে জামাত বিএনপির নৈরাজ্যের প্রতিবাদে পাহাড়তলী থানা আওয়ামী লীগ আয়োজিত অলঙ্কার মোড়ে শান্তি সমাবেশে কর্মীবাহিনী নিয়ে মিছিল সহকারে যোগ দেন ১১নং দক্ষিণ কাট্টলী ওয়ার্ড কাউন্সিলর এবং অর্থ ও সংস্থাপন বিভাগের স্থায়ী কমিটির চেয়ারম্যান, ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক মো. ইসমাইল। শান্তি সমাবেশে তিনি বলেন, আমরা শান্তি চাই বলেই শান্তি সমাবেশ করছি, কিন্তু ধৈর্য্যের বাঁধ ভেঙে গেলে তখন কিন্তু আমরা প্রতিরোধ করবো। তিনি জামাত শিবিরকে নৈরাজ্য সৃষ্টি করা থেকে বিরত থাকতে হুশিয়ারি করে দেন। পাহাড়তলী থানা আওয়ামী লীগের সভাপতি আবসার মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত শান্তি সমাবেশে থানা ও ওয়ার্ডের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

ইপিজেড থানা আওয়ামী লীগ : দেশব্যাপী বিএনপি জামায়াতের নৈরাজ্যের প্রতিবাদে ইপিজেড থানা আওয়ামী লীগের উদ্যোগে আয়োজিত শান্তি সমাবেশ গতকাল সিইপিজেড বেশপিং চত্ত্বরে অনুষ্ঠিত হয়। ইপিজেড থানা আ.লীগের আহ্‌বায়ক হারুনুর রশিদ হারুনের সভাপতিত্বে ও ৩৯নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি হাজী মো. আসলামের সঞ্চালনায় সমাবেশ প্রধান অতিথি ছিলেন মহানগর আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য রোটারিয়ান মো. ইলিয়াছ। এতে প্রধান বক্তা ছিলেন ইপিজেড থানা আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক বীর মুক্তিযোদ্ধা আবু তাহের। বিশেষ অতিথি ছিলেন ৩৯নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ওয়ার্ড কাউন্সিলর হাজী জিয়াউল হক সুমন, সুলতান নাসির, আকবর হোসেন কবি, সেলিম আফজল, মোহাম্মদ ইলিয়াছ, সেলিম রেজা, আব্দুর রউফ, লোকমান হাকিম, ডাক্তার আনোয়ার হোসেন, মো. জাবেদ, মো. বাবুল, জামাল হোসেন শাহিন প্রমুখ।

৪০নং ওয়ার্ড আওয়ামী লীগ : বিএনপিজামাতের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে ৪০নং ওয়ার্ড আওয়ামী লীগের শান্তি সমাবেশ গতকাল শনিবার সকালে স্টিলমিল বাজার সড়কে অনুষ্ঠিত হয়েছে। ৪০নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ও ওয়ার্ড কাউন্সিলর আব্দুল বারেকের উদ্যোগে আয়োজিত শান্তি সমাবেশে সভাপতিত্ব করেন ৪০নং ওয়ার্ড আওয়ামী লীগেরস সহ সভাপতি নূর মোহাম্মদ। ওয়ার্ড আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য মো. সাইফুদ্দিনের সঞ্চালনায় এ সময় উপস্থিত ছিলেন এ ইউনিট আওয়ামী লীগের সভাপতি নাসির, সাধারণ সম্পাদক নাজিম উদ্দিন, সি ইউনিট আওয়ামী লীগের সভাপতি মুজাহার, সাধারণ সম্পাদক আব্দুস সালাম, ওয়ার্ড যুবলীগের সভাপতি নজরুল ইসলাম, আওয়ামী লীগ নেতা সেলিম হানিফ হারুন, নেজামুদ্দিন, নজরুল ইসলাম মিন্টু, মোস্তফা, ছাত্রলীগ নেতা জাসেম, রুবেল প্রমুখ।

পূর্ববর্তী নিবন্ধবঙ্গবন্ধুর জন্মদিন উপলক্ষে আমরা ক’জন মুজিব সেনার নানা আয়োজন
পরবর্তী নিবন্ধঅগ্নি-প্রতিরোধ বিষয়ে টেরীবাজারে মতবিনিময় সভা