বাংলাদেশ জামায়াতে ইসলামী চট্টগ্রাম মহানগরীর শূরা সদস্য ও পাঁচলাইশ থানা আমীর ইঞ্জিনিয়ার মাহবুবুল হাসান রুমি বলেছেন মানবজীবনে পরিষ্কার–পরিচ্ছন্নতা থাকা মুমিনের বৈশিষ্ট্য। ঘর–বাড়ি, হাট–বাজার, স্কুল–মাদরাসা, যানবাহন, বাস–স্টেশন, ফেরিঘাট, খেলারমাঠ, দোকানপাট ও রাস্তাঘাট পরিষ্কার–পরিচ্ছন্ন রাখা দরকার, যেখানে সেখানে কফ–থুথু, মলমূত্রত্যাগ করলে পরিবেশ নোংরা হয়, ময়লা–আবর্জনা ও রাসায়নিক বর্জ্য ডাস্টবিনে না ফেলে রাস্তা–ঘাটে ফেলা উচিত নয়, জামায়াতে ইসলামীর কর্মী মানে সমাজ কর্মী হিসেবে সমাজের বিভিন্ন কাজে কর্মীদেরকে ভূমিকা পালন করতে হবে।
গত ৩ জানুয়ারি জামায়াতে ইসলামী চট্টগ্রাম মহানগরীর পাঁচলাইশ থানার ৭ নং পশ্চিম ষোলশহর হিলভিউ ওয়ার্ডের পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান উপলক্ষে সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
৭ নং পশ্চিম ষোলশহর হিলভিউ ওয়ার্ড সভাপতি আব্দুল কাদেরের সভাপতিত্বে ও ওয়ার্ড সেক্রেটারী সরওয়ার কামালের পরিচালনায় অনুষ্ঠিত সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্যে রাখেন ৭ নং পশ্চিম ষোলশহর ওয়ার্ড সেক্রেটারি মুহাম্মদ ইসমাঈল, মাওলানা হেদায়েত উল্লাহ, আনিছুর রহমান। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন হিলভিউ ওয়ার্ড সাবেক সভাপতি গিয়াস উদ্দিন খাঁন, হিলভিউ ওয়ার্ড বায়তুলমাল সম্পাদক ইঞ্জিনিয়ার মুহাম্মদ ইশতিয়াক, নেওয়াজ শরীফ মুন্না, জসিম উদ্দিন, কামাল উদ্দিন, নুরুল কবির রনি ও মুহাম্মদ ইবরাহীম প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।