ষোলশহরে বঙ্গবন্ধু কাপ আন্তঃ ওয়ার্ড ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

| শনিবার , ১৯ ফেব্রুয়ারি, ২০২২ at ৮:৩৮ পূর্বাহ্ণ

মুজিব শতবর্ষ উপলক্ষে ৬নং পূর্ব ষোলশহর ওয়ার্ড স্বেচ্ছাসেবকলীগ আয়োজিত বঙ্গবন্ধু কাপ আন্তঃ ওয়ার্ড অলিম্পিক দিবারাত্রি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী খেলা সম্প্রতি অনুষ্ঠিত হয়েছে। উদ্বোধনীয় খেলায় জয়লাভ করে এ ইউনিট আওয়ামী লীগ। খেলায় অংশগ্রহণ করে ইলিয়াছ স্মৃতি সংসদ ও এ ইউনিট আওয়ামী লীগ। ৬নং পূর্ব ষোলশহর ওয়ার্ড স্বেচ্ছাসেবকলীগ সভাপতি মোহাম্মদ আলী বেলাল শাহেদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোহাম্মাদ হারুন-উর-রশিদের সঞ্চালনায় উদ্বোধক ছিলেন ৬নং পূর্ব ষোলশহর ওয়ার্ড কাউন্সিলর লায়ন এম আশরাফুল আলম। প্রধান অতিথি ছিলেন ৬নং পূর্ব ষোলশহর ওয়ার্ড আ.লীগের সভাপতি শামসুল আলম। বিশেষ অতিথি ছিলেন ওয়ার্ড আ.লীগের সহ-সভাপতি ইঞ্জিনিয়ার সেলিম উল্লাহ, হুমায়ুন কবির, আবুল কালাম কন্ট্রাক্টর, আনোয়ার হোসেন বাবুল, মোহাম্মদ হোসেন, মোহাম্মদ ইদ্রিস, এডভোকেট ধৃতিমান আইচ, মাহবুবুল আলম, কফিল উদ্দিন, কাবেদুর রহমান কচি, সাজ্জাদ আলী খান বাহাদুর, মোহাম্মদ আলমগীর, মোহাম্মদ সালাহ উদ্দিন, মোহাম্মদ সাইফুদ্দিন, মোহাম্মদ নুরুদ্দিন, মোহাম্মদ ফারুকুল ইসলাম চৌধুরী, মোহাম্মদ কাউসার, জামাল উদ্দিন, জাবেদুল ইসলাম জাবেদ প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধপাকিস্তানের স্পিন সামলাতে বাড়িতেই পিচ বানিয়ে অনুশীলন
পরবর্তী নিবন্ধচাপমুক্ত রাখতেই ছেলের খেলা দেখেননা টেন্ডুলকার