ষষ্ঠবারের মতো পঞ্চম সমাবর্তনের ঘোষণা চবি উপাচার্যের!

চবি প্রতিনিধি | বুধবার , ৯ আগস্ট, ২০২৩ at ৫:৪১ পূর্বাহ্ণ

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ৫৭ বছরে সমাবর্তন হয়েছে মাত্র চারবার। চবি শিক্ষার্থীদের জন্য সমাবর্তন যেন এক দুর্লভ বিষয়। পঞ্চম সমাবর্তন আয়োজনের জন্য বর্তমান উপাচার্য পাঁচবার কথা দিলেও বাস্তবায়ন হয়নি। সর্বশেষ ষষ্ঠ বারের মতো পঞ্চম সমাবর্তনের ঘোষণা দিয়েছেন উপাচার্য প্রফেসর ড. শিরীণ আখতার। গতকাল মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হল খুলে দেয়ার পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে চলতি বছরই সমাবর্তন আয়োজনের কথা জানান তিনি।

উপাচার্য বলেন, আমাদের দীর্ঘদিন ধরে সমাবর্তন হচ্ছে না। তাই সমাবর্তনের জন্য কোনো বাজেট দেয়া হয়নি। সমাবর্তনের ডেট পেলেই আমরা সেগুলো ঠিক করব। এ বাজেটটা কীভাবে করব তা নিয়ে আমাদের নিজস্ব কিছু চিন্তাভাবনা আছে। আমরা এ বছরের মধ্যেই সমাবর্তন করব ইনশাআল্লাহ।

চবি উপাচার্য প্রফেসর ড. শিরীণ আখতার এর আগেও বিভিন্ন সময় পঞ্চম সমাবর্তনের ঘোষণা দিয়েছিলেন। তবে তার কথার কোনো বাস্তবতা পরিলক্ষিত হয়নি। আর তাই এই ঘোষণা কতটুকু আলোর মুখ দেখছে তা নিয়েও শিক্ষার্থীদের মনে শঙ্কা রয়েছে বলে অনেকে জানিয়েছেন।

জানা গেছে, ২০২০ সালের ২৯ জানুয়ারি সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভায় সমাবর্তনের ঘোষণা দেন উপাচার্য অধ্যাপক ড. শিরীণ আখতার। পরের বছর ১৬ নভেম্বর চবির ৫৬তম বিশ্ববিদ্যালয় দিবস উদযাপনের পরিকল্পনা জানানোর উদ্দেশ্যে চট্টগ্রাম প্রেস ক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে আবারও সমাবর্তনের ঘোষণা দেন উপাচার্য। এরপর ২০২২ সালের ২৩ জুলাই ৩৪তম সিনেট সভার দ্বিতীয় অধিবেশনের প্রশ্নোত্তোর পর্বের এক পর্যায়ে আবারো ৫ম সমাবর্তনের ঘোষণা দেন ড. শিরীণ আখতার। একই বছর ১৭ নভেম্বর ৫৭তম বিশ্ববিদ্যালয় দিবস উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে ৫ম সমাবর্তনের আয়োজন করা হবে বলে জানান উপাচার্য। এরপর চলতি বছরের ১ ফেব্রুয়ারি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সাথে মতবিনিময়কালে ফের সমাবর্তনের ঘোষণা দেন তিনি। তবে সর্বশেষ রোববার (৩০ জুলাই) অনুষ্ঠিত বিশ্ববিদ্যালয়ের ৩৫তম সিনেট সভায় সমাবর্তনের প্রশ্নে চুপ ছিলেন তিনি।

পূর্ববর্তী নিবন্ধডেঙ্গু আক্রান্ত সাড়ে তিন হাজার ছাড়াল চট্টগ্রামে
পরবর্তী নিবন্ধউদ্বোধনের দুই বছর পর খুলে দেয়া হলো চবির ফজিলাতুন্নেছা হল