চট্টগ্রামের হাটহাজারী উপজেলায় ‘শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক’ হওয়ার গৌবর অর্জন করেছেন মো. আতিকুল ইসলাম।
রোববার (১২ জানুয়ারি) বিকালে জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২৬ উপলক্ষে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস ১২টি সূচক মূল্যায়নের ভিত্তিতে তাকে ‘শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক’ নির্বাচিত করেন।
তিনি ২০১৩ সালে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে নিউক্লিয়ার ফিজিক্সে থিসিসসহ মাস্টার্স সম্পন্ন করেছেন। তিনি কারিকুলাম এবং বিজ্ঞান বিষয়ক একজন মাস্টার ট্রেইনার। তিনি ছিলেন বিদ্যালয় পরিচালনা পরিষদের নির্বাচিত শিক্ষক প্রতিনিধি, এছাড়াও বর্তমানে বিএনসিসি’র প্লাটুন কমান্ডার হিসেবে দ্বায়িত্ব পালন করছেন।
উত্তর চট্টলার ঐতিহ্যবাহী শতবর্ষী প্রতিষ্ঠান ফতেয়াবাদ আদর্শ বহুমুখী উচ্চ বিদ্যালয়ের বিজ্ঞান বিষয়ের শিক্ষক মো. আতিকুল ইসলাম তার এমন শ্রেষ্ঠত্বের জন্য সংশ্লিষ্ট সবার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জ্ঞাপন করেছেন।












