টি–টোয়েন্টি বিশ্বকাপের আগে সাবেক ফাস্ট বোলার লাসিথ মালিঙ্গার শরণাপন্ন হয়েছে শ্রীলঙ্কা ক্রিকেট (এসএলসি)। দেশটির টি–টোয়েন্টি বিশ্বকাপ জয়ী অধিনায়ককে স্বল্প মেয়াদে ফাস্ট বোলিং পরামর্শক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। এসএলসির মঙ্গলবারের বিবৃতি অনুযায়ী গত ১৫ ডিসেম্বর থেকেই শুরু হয়েছে মালিঙ্গার এই অধ্যায়। আগামী ২৫ জানুয়ারি পর্যন্ত কাজ করবেন তিনি। ২০২০ সালে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেন মালিঙ্গা।












