শ্রীলংকার বিপক্ষে সিরিজ জেতার স্বপ্ন সাইফ উদ্দিনের

ক্রীড়া প্রতিবেদক | শনিবার , ৮ মে, ২০২১ at ৫:৫৪ পূর্বাহ্ণ

শ্রীলংকার বিপক্ষে টেস্ট সিরিজের রেশ কাটতে না কাটতেই আরেকটা সিরিজ দরজায় কড়া নাড়ছে। সেই লংকানদের বিপক্ষেই এবার দেশের মাটিতে ওয়ানডে সিরিজ খেলবে বাংলাদেশ। নিজেদের প্রিয় ফরম্যাট এবং দেশের মাঠে খেলা বলে বাংলাদেশ নিশ্চয় আত্মবিশ্বাসী। অলরাউন্ডার সাইফউদ্দিন বললেন এই সিরিজে ভাবনা থাকবে বিশ্বকাপকে নিয়েও। যদিও বিশ্বকাপ এখনো বহুদূর হলেও এই ভাবনা স্বাভাবিকই। কারণ বিশ্বকাপের দল চূড়ান্ত করতে সুপার লিগ শুরু করেছে আইসিসি। সুপার লিগে এগিয়ে থাকা দলগুলো সরাসরি বিশ্বকাপ খেলবে। বাংলাদেশ-শ্রীলংকার মধ্যকার আসন্ন তিন ম্যাচের ওয়ানডে সিরিজটা সুপার লিগের অংশ। ফলে বিশ্বকাপ নিয়ে ভাবনা থাকছেই।
সুপার লিগে এর আগে ছয় ম্যাচ খেলে তিনটিতে জেতা বাংলাদেশ আছে পয়েন্ট টেবিলের ছয় নম্বরে। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিনটি ওয়ানডে জিতেছে বাংলাদেশ। কিন্তু নিউজিল্যান্ডে গিয়ে সুপার লিগের তিন ম্যাচ খেলে হারতে হয়েছিল তিনটিতেই। তাই শ্রীলংকার বিপক্ষে আসন্ন সিরিজে ভালো করে সুপার লিগে নিজেদের অবস্থান শক্ত করার দাবি বাংলাদেশের। সাইফ বললেন এমনিটই। শ্রীলংকা সিরিজকে সামনে রেখে কদিন ধরে অনুশীলন করে যাচ্ছেন প্রাথমিক দলে ডাক পাওয়া কয়েকজন ক্রিকেটার। মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে গতকাল শুক্রবার অনুশীলনের ফাঁকে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে সাইফ বলছিলেন, নিউজিল্যান্ড সিরিজে প্রত্যাশামতো পারফরম্যান্স করতে পারিনি আমরা। হোয়াইটওয়াশড হয়েছি। এটা আমাদের জন্য সত্যিই হতাশাজনক। ঘরের মাঠে যেহেতু শ্রীলঙ্কার সঙ্গে খেলা, অবশ্যই চেষ্টা করব সিরিজ জয়ের। রোজা রেখে অনেক কঠোর পরিশ্রম করছি আমরা, যেহেতু আমাদের সামনে খেলা আছে। আমরা আশাবাদী, আমরা যাতে দেশের মাটিতে ওয়ানডে সিরিজ জিততে পারি। যেহেতু আইসিসি সুপার লিগে পয়েন্টের একটা ব্যাপার আছে, চেষ্টা করব পয়েন্টগুলো অর্জনের জন্য। অনেকদিন ধরে বাংলাদেশ যে ধারাবাহিকভাবে পারফর্ম করতে পারছে না সেটাও মনে করিয়ে দিলেন পেস বোলিং অলরাউন্ডার। বিগত কয়েকমাস আমরা প্রত্যাশা অনুযায়ী, দল হিসেবে খুব বেশি ভালো খেলতে পারছি না। আমাদের জন্য খুব প্রয়োজন এই সিরিজটি ভালো খেলা। আইসিসি সুপার লিগের পয়েন্টের ব্যাপার যেহেতু আছে, যেহেতু দেশের মাটিতে খেলা, প্রতিপক্ষ শ্রীলঙ্কা, অবশ্যই আমরা শতভাগ চেষ্টা করব দল হিসেবে খেলে যেন সিরিজ জিততে পারি। এবং যত পয়েন্ট অর্জন করতে পারি, পরবর্তীতে যেন আমাদের সুবিধা হয় বিশ্বকাপ খেলতে।্থ সবকিছু ঠিক থাকলে চলতি আগামী ২৩, ২৫ ও ২৮ মে মিরপুরে অনুষ্ঠিত হবে ওয়ানডে সিরিজের তিনটি ম্যাচ। খেলা মিরপুরে বলে বাড়তি আত্মবিশ্বাস পাচ্ছেন সাইফ। যেহেতু চেনা কন্ডিশন, মিরপুরের উইকেট, অবশ্যই চেষ্টা থাকবে ভাল করার। আরও যারা খেলবে, সবাই নিজেদের সেরাটা দেওয়ার চেষ্টা করবে। যেহেতু আমরা এখানে অনেকগুলো ম্যাচ খেলেছি, আর যেহেতু আমাদের দলে আরও অনেক ব্যালান্স, সাকিব এসেছে, মোস্তাফিজ এসেছে, তাসকিন ভালো খেলছে। আমাদের ওভারঅল দল হিসেবে খুব ভালো কন্ডিশন আছে বর্তমানে।

পূর্ববর্তী নিবন্ধআইপিএলের বাকি অংশ আয়োজন করতে চায় শ্রীলংকা এবং ইংল্যান্ড
পরবর্তী নিবন্ধরিমা দাস ও ভিলেজ রকস্টারস