শ্রীলংকাকে টানা চার ম্যাচে হারাল অস্ট্রেলিয়া

স্পোর্টস ডেস্ক | শনিবার , ১৯ ফেব্রুয়ারি, ২০২২ at ৮:৪১ পূর্বাহ্ণ

টি-টোয়েন্টি সিরিজে হোয়াইট ওয়াশের সামনে দাড়িয়ে শ্রীলংকা। অস্ট্রেলিয়ার মাটিতে টানা চার ম্যাচে হেরেছে লংকানরা স্বাগতিক অস্ট্রেলিয়ার কাছে। গতকাল মেলবোর্ন ক্রিকেট মাঠে সিরিজের চতুর্থ টি-টোয়েন্টিতে ৬ উইকেটে জিতেছে বিশ্ব চ্যাম্পিয়নরা। টানা চার জয়ে পাঁচ ম্যাচের সিরিজে লঙ্কানদের হোয়াইটওয়াশ করার মঞ্চ তৈরি করে রেখেছে অ্যারন ফিঞ্চের দল। প্রথমে ব্যাট করতে নেমে শুরুটা ভালোই ছিল শ্রীলঙ্কার। দানুশকা গুনাথিলাকা ও পাথুম নিসানকা মিলে ৪ ওভারে তুলে ৩৫ রান। ১৭ রান করে ফিরেন গুনাথিলাকা। নিসানকার সঙ্গে দলের রান বাড়ানোয় মনোযোগ দেন কুসল মেন্ডিস। বিপজ্জনক হয়ে ওঠা ৪১ রানের এই জুটি ভাঙে মেন্ডিসের রান আউটে। ২৭ রানে বিদায় নেন মেন্ডিস। এরপর চারিথ আসালাঙ্কাকে নিয়ে ৩৪ রানের জুটি গড়েন নিসানকা। ২২ রান করা আসালাঙ্কার বিদায়ে ভাঙ্গে ৩৪ রানের এ জুটি। এরপর আর ঝড় তুলতে পারেনি লংকান ব্যাটাররা। ২৭ রান তুলতে হারায় আরও ৫ উইকেট। ৪৬ রান করে বিদায় নেন আশালংকা। শেষ ১৩৯ রানে থামে শ্রীলংকা। অস্ট্রেলিয়ার পক্ষে রিচার্ডসন ২০ রানে নেন ২ উইকেট। কেনি রিচার্ডসন ৪০ রানে নিয়েছেন ২ উইকেট। পুঁজি অল্প হলেও দুর্দান্ত বোলিংয়ে অস্ট্রেলিয়াকে শুরুতে চাপে ফেলে দেয় লঙ্কানরা। পাওয়ার প্লেতে কেবল দুটি বাউন্ডারি মারতে পারে স্বাগতিক ব্যাটসম্যানরা। মাহিশ থিকশানাকে ফিরতি ক্যাচ দেওয়া বেন ম্যাকডারমটকে হারিয়ে স্বাগতিকরা তোলে ৩০ রান। অধিনায়ক ফিঞ্চও পারেননি দলকে টানতে। ৪৯ রানে ৩ উইকেট হারানো অস্ট্রেলিয়াকে টানেন ম্যাঙওয়েল ও ইংলিস। সব দুঃশ্চিন্তা উড়িয়ে দেন দারুণ ব্যাটিংয়ে। ম্যাঙওয়েল ছিলেন কিছুটা শান্ত। তবে বেশ আগ্রাসী বছিলেন ইংলিস। দল যখন জয়ের কাছে তখনই ফিরেন ইংলিস। ২০ বলে ২ ছক্কা ও ৩ চারের সাহায্যে ৪০ রানের ঝড়ো ইনিংস খেলে ফেরেন ইংলিস।
ম্যাঙওয়েল মাঠ ছাড়েন দলের জয় সঙ্গে নিয়ে। ৩৯ বলে ৩টি চারের সাহায্যে ৪৮ রান করা এই অলরাউন্ডারই জিতেন ম্যাচ সেরার পুরস্কার। মেলবোর্নেই আগামী রোববার সিরিজের পঞ্চম ও শেষ টি-টোয়েন্টিতে মুখোমুখি হবে দুই দল। লঙ্কানদের বিপক্ষে প্রথমবারের মতো পাঁচ টি-টোয়েন্টির সিরিজ খেলতে নেমেই প্রতিপক্ষকে হোয়াইটওয়াশ করার হাতছানি অস্ট্রেলিয়ার সামনে।

পূর্ববর্তী নিবন্ধবিপিএল ফাইনালের টিকিট কালোবাজারে বিক্রির অভিযোগ
পরবর্তী নিবন্ধপাইরেটস অব চিটাগাং এর জার্সি উন্মোচন