শ্রম অভিবাসনে মধ্যস্থকারীদের আইনি কাঠামোতে আনা হবে

ইপসার সভায় ব্যারিস্টার আনিস

| রবিবার , ৩ অক্টোবর, ২০২১ at ৫:৫৪ পূর্বাহ্ণ

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ বলেছেন, শ্রম অভিবাসনে মধ্যস্থকারীদের আইনি কাঠামোতে আনা হবে। শ্রম অভিবাসন প্রক্রিয়ায় মধ্যস্থকারীদের বিকল্প নেই। প্রান্তিক জনগোষ্ঠী দেশের বাইরে কাজের জন্য ঢাকায় এসে রিক্রুটিং এজেন্ট সন্ধান করে না। গতকাল শনিবার নগরীর হোটেল রেডিসন ব্লু চট্টগ্রামে ইপসার উদ্যোগে ও ব্রিটিশ কাউন্সিলের সহযোগিতায় আয়োজিত এক সভায় এ কথা বলেন।
ইপসার উপ-পরিচালক নাছিম বানুর পরিচালনায় সভায় বিশেষ অতিথির বক্তব্য প্রদান করেন ব্রিটিশ কাউন্সিলের সিনিয়র আইবিপি ম্যানেজার শিরিন লিরা। উন্মুক্ত আলোচনায় বক্তব্য তুলে ধরেন জিএমসি’র প্রতিনিধি মোকারম হোসেন, বায়রা, চট্টগ্রামের নির্বাহী সদস্য এমদাদ উল্লাহ, কবি ওমর কায়সার, জেলা তথ্য অফিস চট্টগ্রামের উপ-পরিচালক সাইদ হাসান, জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিস চট্টগ্রামের উপ-পরিচালক মোহাম্মদ জহিরুল আলম মজুমদার, জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিস কঙবাজারের সহকারি পরিচালক মেহেদী হাসান, শাহ-আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালক উইং কমান্ডার মো. ফরহাদ হোসেন খান, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের অধ্যাপক ড. আমির মোহাম্মদ নসরুল্লাহ, চট্টগ্রামে অভিবাসন বিষয়ক প্রকল্প বাস্তবায়নকারী এনজিও সমূহের প্রতিনিধি প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধলাইটার শ্রমিক ইউনিয়নের মানববন্ধন
পরবর্তী নিবন্ধচট্টগ্রামের দর্শনীয় স্থান