শ্রমিক কল্যাণ তহবিলে পাঁচ কোটি টাকা দিল মেঘনা পেট্রোলিয়াম

| রবিবার , ২৭ ডিসেম্বর, ২০২০ at ১০:২৩ পূর্বাহ্ণ

বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশন তহবিলে দুই অর্থ বছরের লভ্যাংশের নির্দিষ্ট অংশ প্রায় পাঁচ কোটি ১২ লাখ টাকা জমা দিয়েছে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের অধীন মেঘনা পেট্রোলিয়াম লিমিটেড। গত মঙ্গলবার সচিবালয়ে শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ানের কাছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (মানবসম্পদ) মো. আকতার হোসেনের নেতৃত্বে চার সদস্যের একটি প্রতিনিধি দল পাঁচ কোটি ১১ লাখ ৯০ হাজার ৪১৯ টাকার একটি চেক হস্তান্তর করেন। চেক হস্তান্তর অনুষ্ঠানে জানানো হয়, সরকারি এ প্রতিষ্ঠনটির গত ২০১৭-১৮ অর্থ বছরের লাভের নির্দিষ্ট অংশ দুই কোটি ৪৫ লাখ ৯১ হাজার ৪৭৩ টাকা এবং ২০১৮-১৯ অর্থ বছরের লাভের নির্দিষ্ট অংশ দুই কোটি ৬৫ লাখ ৯৮ হাজার ৯৪৬ টাকা শ্রমিক কল্যাণ ফাউন্ডেশন তহবিলে জমা দেওয়া হয়।
বাংলাদেশ শ্রম আইন অনুযায়ী, কোম্পানির নিট লাভের শতকরা পাঁচ ভাগের এক-দশমাংশ বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশন তহবিলে জমা দেওয়ার বিধান রয়েছে। এ পর্যন্ত দেশি-বিদেশি এবং বহুজাতিক মিলে ১৭৬টি কোম্পানি এ তহবিলে অর্থ দিয়েছে। তহবিলে এখন পর্যন্ত জমার পরিমাণ প্রায় ৪শ’ ৯৬ কোটি টাকা। অন্যদিকে তহবিল থেকে প্রাতিষ্ঠানিক-অপ্রাতিষ্ঠানিক খাতের প্রায় সাড়ে দশ হাজার শ্রমিককে প্রায় ৪৪ কোটি টাকা সহায়তা দেওয়া হয়েছে। চেক হস্তান্তর অনুষ্ঠানে মন্ত্রণালয়ের সচিব কেএম আব্দুস সালাম, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনের মহাপরিচালক ড. মোল্লা জালাল উদ্দিন, মেঘনা পেট্রোলিয়াম লি. এর সিবিএ সভাপতি মো. সাদিকুর রহমান, সাধারণ সম্পাদক হামিদুর রহমান এবং সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম উপস্থিত ছিলেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধ‘শফি হত্যা মামলা’ ষড়যন্ত্রমূলক নয়
পরবর্তী নিবন্ধগ্রাহক চাইলে পিডিবির পোস্ট পেইড মিটার প্রি-পেইডে রূপান্তর