শ্রমিকের স্বার্থ সুরক্ষায় সৎ যোগ্য নেতৃত্ব গড়ে তোলার তাগিদ

শ্রমিকলীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

| মঙ্গলবার , ২০ অক্টোবর, ২০২০ at ১০:৪৫ পূর্বাহ্ণ

জাতীয় শ্রমিকলীগের ৫১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পাহাড়তলী থানা শ্রমিকলীগ উদ্যোগে গত শুক্রবার সাগরিকা জাতীয় শ্রমিক লীগের কার্যালয়ের সামনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তারা শ্রমিকের স্বার্থ রক্ষায় সৎ যোগ্য নেতৃত্ব গড়ে তোলার ওপর তাগিদ দেন। পাহাড়তলী থানা জাতীয় শ্রমিকলীগের সভাপতি নাসির উদ্দিন ভুলুর সভাপতিত্বে শ্রমিকলীগ নেতা হাবিবুর রহমান রিপনের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম মহানগর শ্রমিক লীগ সভাপতি বখতিয়ার উদ্দিন খান। তিনি বলেন- শ্রমিক লীগের নেতৃত্বে থাকবে সত্যিকার অর্থে যারা শ্রমজীবী মানুষ। কিন্তু আজ দেখা যাচ্ছে নেতৃত্ব নির্বাচিত হচ্ছে শিল্পপতিদের মধ্যে থেকে। সত্যিকার শ্রমিক, সৎ ও যোগ্য নেতৃত্ব প্রতিষ্ঠা করতে হবে, যারা সাধারণ শ্রমজীবী মানুষের সাথে মিশতে পারবে। যারা শ্রমিকদের স্বার্থ ও অধিকার আদায়ে কাজ করবেন, তারাই নেতৃত্ব দেবেন। দলকে এমনভাবে গড়ে তুলতে হবে, দল ক্ষমতায় না থাকলেও সংগঠনের প্রতি সাধারণ শ্রমিক কর্মচারীদের আস্থা ও বিশ্বাস অটুট থাকে। যদি জনপ্রিয়, সৎ ও যোগ্য নেতৃত্বের হাতে যদি ক্ষমতা দেয়া যায়, তাহলে শ্রমিকদের স্বার্থ ও অধিকার সংরক্ষিত হবে। প্রধান বক্তা মহানগর যুবলীগের আহবায়ক মহিউদ্দিন বাচ্চু বলেন, বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রীর নিকট শ্রমিকলীগের প্রতিষ্ঠাবার্ষিকীতে একটিই দাবি- শ্রমিকলীগের নেতৃত্বে আমরা সত্যিকারের শ্রমিক নেতা চাই, কোন শিল্পপতি নয়। আমি বিশ্বাস করি- সত্যিকারের জনপ্রিয়, সৎ ও যোগ্য শ্রমিক নেতা যদি শ্রমিক লীগের মূল নেতৃত্বে আসে শুধুমাত্র তাহলেই সম্ভব বঙ্গবন্ধুর স্বপ্নের শ্রমিকলীগ গড়া, যারা নিজেদের জন্য নয়, শ্রমজীবী মানুষের জন্য কাজ করবে, শ্রমজীবী মানুষের ভাগ্য পরিবর্তনে কাজ করবে। সভায় বিশেষ অতিথি ছিলেন শ্রমিক লীগ কেন্দ্রীয় কমিটি সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও ডক বন্দর শ্রমিক কর্মচারী ফেডারেশন সাধারণ সম্পাদক অ্যাড. মো. মাহফুজুর রহমান খান, আওয়ামী লীগ নেতা ও সাবেক ছাত্রনেতা ফরিদ নেওয়াজ, আবুল হোসেন আবু। বক্তব্য রাখেন অধ্যাপক কাজী মুজিবুর রহমান, নুরুল আনোয়ার, দেবাশীষ নাথ দেবু, মইনুল ইসলাম রাজু, আবু বক্কর চৌধুরী, মনোয়ারুল আলম চৌধুরী নোবেল। উপস্থিত ছিলেন সাগরিকা শ্রমিকলীগ নেতা মো. কামাল উদ্দিন, মো. আলমগীর, অমিত চৌধুরী, মো. ভাসান, মো. আলমগীর হোসেন, মো. সোহেল, আলাউদ্দিন চৌধুরী আলো, মো. মাকসুদ, মো. শাহীন, মো. মাহাবুব, ফারুক নাসিম, জুয়েল। প্রেস বিজ্ঞপ্তি

পূর্ববর্তী নিবন্ধনৌযান ধর্মঘটে অচল চট্টগ্রাম বন্দরের বহির্নোঙর
পরবর্তী নিবন্ধলায়ন্স ক্লাবের খাদ্যসামগ্রী ও মাস্ক বিতরণ