আগামীকাল রোববার অনুষ্ঠেয় শ্রমিকদলের চট্টগ্রাম বিভাগীয় সমাবেশ মেহনতি জনতা সফল করবে বলে দাবি করেছেন সংগঠনটির নেতারা। তারা বলেন, এ সমাবেশর মাধ্যমে চূড়ান্ত পর্যায়ে গণজাগরণ ও গণঅভ্যুত্থান সৃষ্টি করে বিএনপি ঘোষিত ১ দফা দাবি তথা সরকারকে পদত্যাগে বাধ্য করার পাশাপাশি জনগণের কল্যাণকারী সরকার প্রতিষ্ঠা করা হবে।
সমাবেশ উপলক্ষে গতকাল চট্টগ্রাম প্রেস ক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তারা। এতে বক্তব্য রাখেন চট্টগ্রাম বিভাগীয় শ্রমিক দলের সভাপতি এ এম নাজিম উদ্দীন। তিনি বলেন, শ্রমিক জনতার মহাসমাবেশ প্রমাণ করবে গণতন্ত্রের পুনরুদ্ধার ও ভোটের অধিকার প্রতিষ্ঠায় বিএনপির ঘোষিত এক দফার প্রতি সমর্থন জানানোর জন্য চট্টগ্রাম বিভাগের সর্বস্তরের জনগণ প্রস্তুত আছে। সারা দেশের ন্যায় চট্টগ্রামবাসীও সমাবেশকে মহাসমুদ্রে পরিণত করবে। তিনি বলেন, ২০১৪ সালে ভোটারবিহীন সরকার গঠন এবং ২০১৮ সালে রাতের ভোটে সরকার গঠন করে গণতন্ত্র হত্যা করেছে আওয়ামী লীগ। আবারও বিরোধী দলবিহীন এক তরফা নির্বাচনের পাঁয়তারা চলছে। এবার জনগণ তাদের অপকর্মের দাঁতভাঙা জবাব দিবে।
সংবাদ সম্মেলনে বক্তারা বলেন, শ্রমজীবী গরিব মানুষের জীবন আজ অতিষ্ট, মানুষের দৈনন্দিন আয় কমে গেছে। বাজার ব্যবস্থার সাথে তাল মিলানো কষ্টকর। অনাহারে, অর্ধহারে শ্রমজীবী মানুষের দিন যাচ্ছে। এ গণবিরোধী ব্যর্থ সরকারের ব্যর্থতায় এবং সীমাহীন লুটপাট ও দুর্নীতির ফলে নিত্যপ্রুয়োজনীয় দ্রব্যের দাম আকাশছোঁয়া। এ সময় উপস্থিত ছিলেন বিভাগীয় শ্রমিক দলের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা কাজী শেখ নরুল্লা বাহার, স ম জামাল উদ্দিন, মো. ইদ্রিস মিয়া, শফিকুল ইসলাম চেয়ারম্যান, এম.আর. মনজু, তাহের আহাম্মদ, আজিজ উদ্দিন মিন্টু, মোতালেব চৌধুরী, শাহে নেওয়াজ চৌধুরী, শফিকুর রহমান মজুমদার, আবু বক্কর সিদ্দিক, রফিকুল ইসলাম, এড. ইকবাল হোসেন, নজরুল সরকার ও মো. আবদুর লতিফ।











