শ্রমজীবী মানুষের অধিকার সুরক্ষায় উদ্যোগ গ্রহণ করতে হবে

বিলসের অনুষ্ঠানে ড. মইনুল ইসলাম

| বৃহস্পতিবার , ২৬ মে, ২০২২ at ১০:৫৫ পূর্বাহ্ণ

মহান মে দিবসের ধারাবাহিকতায় কর্মসূচির অংশ হিসেবে বাংলাদেশ ইনস্টিটিউট অব লেবার স্টাডিজ-বিল্‌সের উদ্যোগে ‘জাতীয় উন্নয়নে শ্রমিক শ্রেনীর অংশগ্রহন ও প্রাপ্তি ’ র্শীষক এক সভা গতকাল বুধবার চট্টগ্রাম প্রেসক্লাবের ইঞ্জিনিয়ার আব্দুল খালেক মিলনায়তনে অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন বিল্‌স-এলআরএসসি পরিচালনা পরিষদ চট্টগ্রামের সদস্য-সচিব মু. শফর আলী । সভায় ধারণাপত্র উপসহাপন করেন বিল্‌স-এলআরএসসি পরিচালনা পরিষদ চট্টগ্রামের সদস্য তপন দত্ত।

প্রধান অতিথি বিশিষ্ট অর্থনীতিবিদ অধ্যাপক ড. মইনুল ইসলাম। বক্তব্য রাখেন জাতীয়তাবাদী শ্রমিক দলের বিভাগীয় সভাপতি এ এম নাজিমউদ্দিন ও সাধারণ সম্পাদক শেখ নুরুল্লাহ বাহার, জাতীয় শ্রমিক লীগের শফি বাঙালি, এম শহীদুল্লাহ্‌, আনোয়ার হোসেন, জাহেদউদ্দিন শাহীন, শাহেনেওয়াজ চৌধুরী, নাজমা আক্তার, মো. পারভেজ। সভা সঞ্চালনা করেন পাহাড়ী ভট্টাচার্য। প্রধান অতিথির বক্তব্যে ড. মইনুল ইসলাম বলেন, যুগ যুগ ধরে এদেশের শ্রমজীবি মানুষ জাতীয় উন্নয়নে তথা অর্থনৈতিক গতিপ্রবাহে বিশেষ ভূমিকা রাখলে ও আজো তারা অনেক ক্ষেত্রেই অধিকার বঞ্চনার শিকার।

শ্রমজীবি জনগোষ্টীর অধিকার ও মানবিক মর্যাদা প্রতিষ্ঠা করা না গেলে আমাদের সকল উন্নয়ন প্রয়াস বিফলে যাবে। তাই, দেশে ও প্রবাসে কর্মরত সকল শ্রমজীবি মানুষের অধিকার সুরক্ষায় ও তাদের সার্বিক জীবনমান উন্নয়নে প্রয়োজনীয় ও কার্যকর উদ্যোগ গ্রহন করতে হবে রাষ্ট্র, সরকার, রাজনৈতিক নেতৃত্বসহ সংশ্লিষ্ট সকলকে। উপস্থাপিত ধারণাপত্রে শ্রমিক নেতা তপন দত্ত বলেন, সামাজিক শক্তি হিসেবে ট্রেড ইউনিয়ন আন্দোলন সংগঠনের অবস্থা খুবই নাজুক। রাজনৈতিক দলের ভিত্তিতে বিভক্তি, ট্রেড ইউনিয়ন আন্দোলনে কর্পোরেট লুটেরা পুঁজির অনুপ্রবেশ, সর্বোপরি দেশের বিদ্যমান শ্রম স্বার্থবিরোধী, শ্রম আইনের অপপ্রয়োগ, মালিকের দমন পীড়ন, চাকুরিচ্যূতির ভয়ে ট্রেড ইউনিয়ন আন্দোলনের প্রতি শ্রমিকদের আস্থা না থাকা ইত্যাদি বিষয়সমূহ ট্রেড ইউনিয়ন আন্দোলনকে দুর্বল করে রেখেছে। তিনি দল নিরপেক্ষ শক্তিশালী শ্রমিক আন্দোলন সংগঠন গড়ে তুলে ন্যায়ভিত্তিক বৈষম্যহীন একটি সমাজ গড়ে তোলার লক্ষে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানান । প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধশান্তিচুক্তি বাস্তবায়নে সরকার কাজ করে যাচ্ছে : বীর বাহাদুর
পরবর্তী নিবন্ধতারুণ্যের উচ্ছ্বাসের রবির আলো দ্রোহের বীণা অনুষ্ঠান আজ