শান্তিচুক্তি বাস্তবায়নে সরকার কাজ করে যাচ্ছে : বীর বাহাদুর

রাঙামাটি প্রতিনিধি | বৃহস্পতিবার , ২৬ মে, ২০২২ at ১০:৫৪ পূর্বাহ্ণ

শান্তিচুক্তি পরিপূর্ণ বাস্তবায়নের জন্য সরকার আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে বলে জানিয়েছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশেসিং এমপি। তিনি বলেন, মাঝখানে কোভিডের কারণে কার্যক্রম স্তিমিত হলেও আমরা এগিয়ে যাচ্ছি। প্রধানমন্ত্রী এ বিষয়ে খোঁজখবর নিচ্ছেন। গতকাল বুধবার রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের আয়োজনে পরিষদের সদস্য, কর্মকর্তা ও হস্তান্তরিত বিভাগসমূহের কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, শান্তিচুক্তি বাস্তবায়ন পরিবীক্ষণ কমিটি তারাও উদ্যোগ গ্রহণ করেছে। আমরাও উদ্যোগ নিচ্ছি। কোথায় কি সমস্যা আছে তা খতিয়ে দেখতে হবে। পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদ ও জেলা পরিষদের হস্তান্তরিত বিভাগগুলোর নিয়ে সামনে মতবিনিময় সভার আয়োজন করব এটাকে কিভাবে আরো গতিশীল করা যায়। সুতরাং শান্তিচুক্তি নিয়ে হতাশ বা সন্দেহ হওয়ার কোনো কারণ নেই। প্রধানমন্ত্রী যা বলেন তাই করেন।

বীর বাহাদুর বলেন, জননেত্রী শেখ হাসিনার অন্তর থেকে পার্বত্য এলাকার মানুষের প্রতি টান, ভালোবাসা মমতা রয়েছে। আমাদেরকে এটি রাজনৈতিকভাবে সমাধান করতে হবে। তিনি বলেন, শেখ হাসিনা বিশ্বকে প্রমাণ করেছেন হত্যার বিনিময়ে হত্যা নয়। গুলির বিনিময়ে গুলি নয়। আলোচনার মাধ্যমে সবকিছু সমাধান করতে হয়। তিনি বলেন, ১৯৯৭ সালের পর থেকে এ পার্বত্য এলাকায় রাস্তা-ঘাট, ব্রিজ-কালভার্ট মসজিদ-মন্দিরসহ অনেক উন্নয়ন হয়েছে। রাঙামাটিতে বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, রাঙামাটি মেডিকেল কলেজ স্থাপন করেছেন। সভায় বক্তব্য রাখেন রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ সদস্য সবির কুমার চাকমা, প্রবর্ত্তক চাকমা প্রমুখ।

পূর্ববর্তী নিবন্ধসদারঙ্গের শাস্ত্রীয় সংগীতানুষ্ঠান কাল
পরবর্তী নিবন্ধশ্রমজীবী মানুষের অধিকার সুরক্ষায় উদ্যোগ গ্রহণ করতে হবে