শ্রমজীবীদের মাঝে জেলা রেড ক্রিসেন্ট ইউনিটের উপহার বিতরণ

| শুক্রবার , ৩ মে, ২০২৪ at ৭:৪৯ পূর্বাহ্ণ

রেড ক্রিসেন্ট সোসাইটি জেলা ইউনিটের আয়োজনে যুব রেড ক্রিসেন্ট জেলা ইউনিটের সহযোগিতায় মহান মে দিবস উপলক্ষে শ্রমজীবী মানুষের মাঝে উপহার বিতরণ করা হয়। গত ১ মে জেমিসন রেড ক্রিসেন্ট মাতৃসদন হাসপাতালের চতুর্থ শ্রেনীর কর্মচারী এবং শ্রমজীবী মানুষের মাঝে উপহার স্বরূপ গামছা বিতরণ করা হয়। উপহার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা রেড ক্রিসেন্ট ইউনিটের চেয়ারম্যান ও জেলা পরিষদ চেয়ারম্যান এটিএম পেয়ারুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন জেলা রেড ক্রিসেন্টের ভাইস চেয়ারম্যান ফখরুল ইসলাম চৌধুরী পরাগ।

উপস্থিত ছিলেন জেলা রেড ক্রিসেন্ট ইউনিটের কার্যকরী পর্ষদ সদস্য শহিদুল ইসলাম পিন্টু, ইসমাইল হক চৌধুরী ফয়সাল, শাহাদাত হোসেন চৌধুরী রুমেল, আবদুল মান্নান, কৃষ্ণ দাশ, ফয়সাল হোসেন, অভিষেক চৌধুরী প্রমুখ।

প্রধান অতিথি বলেন, এই শ্রমজীবী মানুষের কল্যাণ এবং আত্মত্যাগে আমাদের বিভিন্ন কিছু অর্জন সম্ভব হয়। আজকের এই আয়োজনের মাধ্যমে আমরা এই মানুষ গুলোকে সম্মান করতে পারছি। ‘শ্রমিক মালিক গড়বো দেশ, স্মার্ট হবে বাংলাদেশ’ এই বছরের এই প্রতিপাদ্যকে সামনে রেখে আমাদের ভূমিকা রাখতে হবে। স্মার্ট দেশ বিনির্মাণে সকলকে একসাথে নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বপ্ন বাস্তবায়নে কাজ করতে হবে। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধআইআইইউসির ২৪৮ তম সিন্ডিকেট সভা
পরবর্তী নিবন্ধহিম