শ্রদ্ধা ভালোবাসায় বঙ্গবন্ধুকে স্মরণ

আজাদী ডেস্ক | বুধবার , ১৬ আগস্ট, ২০২৩ at ৭:৩৯ পূর্বাহ্ণ

বিনম্র শ্রদ্ধা, শোক ও ভালোবাসায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে স্মরণ করেছে সমগ্র জাতি। সারাদেশের ন্যায় গতকাল মঙ্গলবার চট্টগ্রামের বিভিন্ন জায়গায় পালিত হয়েছে স্বাধীনতার স্থপতি, মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস।

রাউজান : রাউজান প্রতিনিধি জানান, সংসদ সদস্য এবিএম ফজলে করিম চৌধুরী বলেছেন, ১৯৭৫ সালের ১৫ আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যার মাধ্যমে ঘাতকরা বঙ্গবন্ধুর সোনার বাংলা প্রতিষ্ঠার স্বপ্নকে ভেঙে দিতে চেয়েছিল। বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা তাদের সেই স্বপ্নকে ভেঙে চুরমার করে দিয়ে এদেশকে বিশ্ব দরবারে মর্যাদার আসনে বসিয়েছেন। এর আগে সকালে এমপি দলীয় নেতাকর্মীদের সাথে নিয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। এরপর পৌরসভা, উপজেলা প্রশাসন, উপজেলা ও পৌর আওয়ামী লীগের পৃথক কর্মসূচিতে যোগ দিয়ে প্রধান অতিথির বক্তব্য রাখেন। পৌরসভার শোক দিবসের অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মেয়র জমির উদ্দিন পারভেজ। কাউন্সিলর বশির উদ্দিন খানের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান এহেছানুল হায়দর চৌধুরী বাবুল, ইউএনও আবদুস সামাদ সিকদার, উপজেলা আ. লীগের সভাপতি কাজী আবদুল ওহাব, সাধারণ সম্পাদক কফিল উদ্দিন চৌধুরী প্রমুখ।

চট্টগ্রাম১১ : জাতীয় শোক দিবস উপলক্ষে চট্টগ্রাম১১ আসনের সংসদ সদস্য এম. . লতিফ জনসাধারণের মাঝে মশারি বিতরণ করেন। দলীয় নেতৃবৃন্দদের সাথে নিয়ে জাতির জনকের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে বিনম্র শ্রদ্ধা জানানোর মধ্য দিয়ে শোক দিবসের কর্মসূচির সূচনা করা হয়। গতকাল তার নির্বাচনী এলাকা আগ্রাবাদ সরকারি কমার্স কলেজের প্রাঙ্গণে এই মশারি বিতরণ করা হয়। এ সময় এম. . লতিফ এমপি বলেন, দেশ ও জনগণের সেবা করাই ছিল বঙ্গবন্ধুর রাজনীতি। এ সময় উপস্থিত ছিলেন মাহাবুবুল হক মিয়া, চট্টগ্রাম চেম্বারের পরিচালক আদনানুল ইসলাম ও ওমর মোক্তাদির, আজিজ মোল্লা, মঈন উদ্দিন হাসান, আহমেদ আবদুর রহিম, রাশেদ জোবেয়েরী প্রমুখ।

দক্ষিণ জেলা আ. লীগ : গতকাল সকাল ১০টায় আন্দরকিল্লাস্থ সংগঠন কার্যালয় চত্বরে জাতীয় শোক দিবস উপলক্ষে চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগ খতমে কোরআন, দোয়া মাহফিল ও আলোচনা সভার আয়োজন করে। এতে প্রধান অতিথির বক্তব্যে আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক আমিনুল ইসলাম আমিন বলেছেন, বঙ্গবন্ধুর লালিত চিন্তা চেতনা সঠিক ছিল বলেই তাঁকে হত্যা করা হয়েছে। সভাপতির বক্তব্য রাখেন সংগঠনের সভাপতি মোতাহেরুল ইসলাম চৌধুরী। সভায় বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক মফিজুর রহমান, চেমন আরা তৈয়ব, প্রদীপ দাশ, এড. জহির উদ্দিন, মোছলেহ উদ্দিন মনসুর, এড. মির্জা কছির উদ্দিন, এড. মুজিবুল হক, এড. কামরুন নাহার, খোরশেদ আলম, ডা. তিমির বরণ চৌধুরী প্রমুখ।

শোক দিবস পালন পরিষদ : গতকাল জাতীয় শোক দিবস পালন পরিষদ চট্টগ্রাম কর্তৃক আয়োজিত শিশু কিশোর চিত্রাঙ্কন ও কবিতা আবৃতি প্রতিযোগিতা ও পুরষ্কার বিতরন অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম জেলা পরিষদের চেয়ারম্যান এ টি এম পেয়ারুল ইসলাম। অধ্যাপক সেকান্দর চৌধুরীর সভাপতিত্বে ও জসিম উদ্দিন চৌধুরীর সঞ্চালনায় এ সময় উপস্থিত ছিলেন সাবেক রাষ্ট্রদূত এস এম আবুল কালাম, মহিউদ্দিন আহমেদ রাশেদ, রেজাউল করিম, ইদ্রিস, বিমল দাস গুপ্ত, বাদশা মিয়া, জমির উদ্দিন, হাবিবুর রহমান প্রমুখ।

আইইবি চট্টগ্রাম কেন্দ্র : ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন, বাংলাদেশ (আইইবি), চট্টগ্রাম কেন্দ্রের উদ্যোগে গতকাল সকালে জাতীয় শোক দিবস পালন উপলক্ষে বিভিন্ন কর্মসূচি পালন করা হয়। কেন্দ্রের চেয়ারম্যান প্রকৌশলী এম. . রশীদের সভাপতিত্বে এবং প্রকৌশলী মোহাম্মদ শাহজাহানের সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. অনুপম সেন। বিশেষ অতিথি ছিলেন উত্তর জেলা আওয়ামী লীগের সভাপতি এম. . সালাম। আলোচনায় অংশগ্রহণ করেন কেন্দ্রের ভাইসচেয়ারম্যান প্রকৌশলী রাজীব বড়ুয়া, ভাইসচেয়ারম্যান অধ্যাপক ড. রশীদ আহমেদ চৌধুরী, প্রাক্তন চেয়ারম্যান প্রকৌশলী মোহাম্মদ হারুন, প্রকৌশলী সাদেক মোহাম্মদ চৌধুরী, প্রকৌশলী প্রবীর কুমার সেন ও প্রাক্তন ভাইসচেয়ারম্যান প্রকৌশলী উদয় শেখর দত্ত ও প্রকৌশলী রফিকুল ইসলাম মানিক প্রমুখ।

মোস্তফা হাকিম বিশ্ববিদ্যালয় কলেজ : জাতীয় শোক দিবস উপলক্ষে উত্তর কাট্টলী মোস্তফা হাকিম বিশ্ববিদ্যালয় কলেজের উদ্যোগে ছাত্রশিক্ষকদের এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির ছিলেন সাবেক মেয়র এম. মনজুর আলম। বিশেষ অতিথি ছিলেন হোছনে আরা মনজুর ওয়েলফেয়ার ট্রাস্টের পরিচালক মোহাম্মদ সাইফুল আলম। আরো আলোচনা করেন উপাধ্যক্ষ মোহাম্মদ মাহফুজুল হক চৌধুরী, সাবেক উপাধ্যক্ষ মো. বাদশা আলম, নেছার আহম্মদ, মোহাম্মদ আবু সগীর প্রমুখ। এর আগে এম মনজুর আলম, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।

রেড ক্রিসেন্ট সোসাইটি সিটি ইউনিট : জাতীয় শোক দিবসে হযরত সৈয়দ ইমাম হোসেন (রা.) হাফেজিয়া মাদ্রাসা ও হযরত সৈয়দ ইমাম হাসান (রা.) এতিমখানায় মিলাদ মাহফিল ও খাবার বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির ট্রেজারার ও এশিয়ান গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আবদুস সালাম। তিনি বলেন, শোককে শক্তিতে রূপান্তরিত করে আমাদের এগিয়ে যেতে হবে। আজকের এই দিনে আমাদের শপথ নিতে হবে বঙ্গবন্ধুর আদর্শ ধারণ করে উন্নত বাংলাদেশ বিনির্মাণে ভূমিকা রাখতে হবে। রেড ক্রিসেন্ট সোসাইটি সিটি ইউনিটের উদ্যোগে যুব রেড ক্রিসেন্ট চট্টগ্রামের সহযোগিতায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চট্টগ্রাম সিটি ইউনিটের ভাইস চেয়ারম্যান মো. আলমগীর পারভেজ। আবদুল জব্বারের সঞ্চালনায় এতে উপস্থিত ছিলেন এইচএম সালাউদ্দিন, মহসিন উদ্দিন চৌধুরী ফয়সাল, মো. মোশরাফুল হক চৌধুরী পাভেল প্রমুখ।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় : জাতীয় শোক দিবস উপলক্ষে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় আলোচনা সভাসহ বিভিন্ন কর্মসূচি পালন করা হয়। সভায় প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. শিরীণ আখতার। এর আগে গতকাল সকালে উপাচার্যের নেতৃত্বে একটি শোক র‌্যালি চবি কেন্দ্রীয় শহীদ মিনার থেকে শুরু হয়ে চবি বঙ্গবন্ধু চত্বরে এসে শেষ হয়। এরপর বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে চবি বঙ্গবন্ধু চত্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন উপাচার্য। আলোচনা সভায় প্রধান আলোচক ছিলেন চবি আইন অনুষদের ডিন প্রফেসর ড. আবদুল্লাহ আল ফারুক। সভাপতিত্ব করেন চবি রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) কে এম নুর আহমদ এবং সঞ্চালনা করেন চবি প্রক্টর ড. মোহাম্মদ নূরুল আজিম সিকদার।

আইআইইউসি : আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রামে (আইআইইউসি) যথাযথ মর্যাদায় জাতীয় শোক দিবস পালিত হয়েছে। গতকাল সকালে আইআইইউসি সেন্ট্রাল লাইব্রেরি প্রাঙ্গণ থেকে বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষককর্মকর্তা ও শিক্ষার্থীদের অংশগ্রহণে একটি শোক র‌্যালি ক্যাম্পাস প্রদক্ষিণ করে। এরপর জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা জ্ঞাপন করা হয়। পরে আইআইইউসি কেন্দ্রীয় মিলনায়তনে জাতীয় শোক দিবসের আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর আনোয়ারুল আজিম আরিফ। বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর ড. মোহাম্মদ হুমায়ুন কবিরের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন আইআইইউসি বিওটি সদস্য মোহাম্মদ খালেদ মাহমুদ, প্রফেসর ড. মোহাম্মদ সালেহ জহুর, . মোহাম্মদ শামসুজ্জামান।

চিটাগাং চেম্বার : গতকাল জাতীয় শোক দিবস উপলক্ষে দি চিটাগাং চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে খতমে কোরআন ও দোয়া মাহফিলের আয়োজন করে। চেম্বারের সভাপতি ওমর হাজ্জাজ, পরিচালক এ. কে. এম. আক্‌তার হোসেন, মো. অহীদ সিরাজ চৌধুরী (স্বপন), মোহাম্মদ আদনানুল ইসলাম, মাহবুবুল হক, মো. রেজাউল করিম আজাদ ও মোহাম্মদ মনির উদ্দিন এবং চেম্বারের সেক্রেটারি ইনচার্জ প্রকৌশলী মোহাম্মদ ফারুকসহ কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ দোয়া মাহফিলে অংশগ্রহণ করেন।

চট্টগ্রাম হার্ট ফাউন্ডেশন : জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে চট্টগ্রাম হার্ট ফাউন্ডেশনের উদ্যোগে গতকাল সংগঠনের কার্যালয়ে শতাধিক রোগীকে দিনব্যাপী ফ্রি চিকিৎসা সেবা দেয়া হয়েছে। কর্মসূচিতে হৃদরোগ সংক্রান্ত চিকিৎসা, ডেঙ্গু টেস্ট, উচ্চ রক্তচাপ নিরুপণ, মেদবাহুল্য ও ডায়াবেটিস, গর্ভবতীদের পুষ্টি ও খাদ্যাভ্যাস বিষয়ক পরামর্শ প্রদান করা হয়। চিকিৎসা কার্যক্রমে যুক্ত ছিলেন ফাউন্ডেশনের মহাসচিব অধ্যাপক ডা. প্রবীর কুমার দাশ, যুগ্ম মহাসচিব অধ্যাপক ডা. মো. আবু তারেক ইকবাল, কার্যনির্বাহী কমিটির সদস্য ডা. একেএম নাসির উদ্দিন। এছাড়া যুক্ত ছিলেন পুষ্টিবিদ হাসিনা আক্তার লিপি এবং সংগঠনের কার্যনির্বাহী কমিটির সদস্যবৃন্দ ও সংগঠনের কর্মকর্তাকর্মচারীরা। ফ্রি চিকিৎসা কার্যক্রমে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন চট্টগ্রামে বিভাগীয় কমিশনার তোফায়েল ইসলাম, জেলা প্রশাসক আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রাকিব হাসান প্রমুখ।

বিমান বাহিনী ঘাঁটি জহুরুল হক : বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে গতকাল বাংলাদেশ বিমান বাহিনী ঘাঁটি জহুরুল হক, চট্টগ্রাম পতেঙ্গার নিজাম মার্কেট এলাকায় চিকিৎসা সেবার জন্য একটি বিশেষ মেডিক্যাল ক্যাম্প স্থাপন করা হয়। উক্ত ক্যাম্পে স্থানীয় জনগণকে চিকিৎসা সেবা প্রদানের পাশাপাশি বিনামূল্যে প্রয়োজনীয় ঔষধ প্রদান করা হয়। বিমান বাহিনীর এ রকম কার্যক্রম স্থানীয় জনগণের মাঝে প্রাণের সঞ্চার ঘটিয়েছে। বিমান বাহিনী ঘাঁটি জহুরুল হক কর্তৃক এরকম আরো কার্যক্রম ভবিষ্যতে চলমান থাকবে বলে জানায় কর্তৃপক্ষ।

উদীচী : জাতীয় শোক দিবস উপলক্ষে গতকাল সন্ধ্যায় উদীচী কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানের শুরুতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান উদীচীর নেতৃবৃন্দ। এরপর উদীচী কেন্দ্রীয় সংসদের সভাপতি অধ্যাপক বদিউর রহমানের সভাপতিত্বে শুরু হয় আলোচনা সভা। এ পর্বের শুরুতে দলীয় সঙ্গীত পরিবেশন করেন উদীচীর শিল্পীরা। আলোচনা পর্বে অংশ নেন উদীচী কেন্দ্রীয় সংসদের সহসভাপতি মাহমুদ সেলিম, নিবাস দে, সহসাধারণ সম্পাদক সঙ্গীতা ইমাম, সম্পাদকমণ্ডলীর সদস্য আরিফ নূর, সম্পদ কর, কেন্দ্রীয় সংসদের সদস্য শংকর সাওজাল এবং ঢাকা মহানগর সংসদের সহসভাপতি সিদ্দিক আহমেদ।

আয়ুব বিবি ট্রাস্ট : কর্ণফুলী উপজেলার আজিমহাকিম স্কুল এন্ড কলেজ মিলনায়তনে আয়ুব বিবি ট্রাস্টের উদ্যোগে জাতীয় শোক দিবস উপলক্ষে চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আয়ুব বিবি ট্রাস্ট এবং ডায়মন্ড সিমেন্টের চেয়ারম্যান মো. আজিম আলী এতে প্রধান অতিথি ছিলেন। ট্রাস্টের সাধারণ সম্পাদক মো. হায়দার আলী রনির সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন এম এন ইসলাম। বিশেষ অতিথি ছিলেন ট্রাস্টের প্রধান নির্বাহী হাফেজ আহমদ, মো. আজিম উদ্দিন, মুহাম্মদ সফিক সাদেকী। উৎপল রায়ের সঞ্চালনায় আরও উপস্থিত ছিলেন এম.এ মারুফ, মঞ্জুর আলম, অখিল চন্দ্র পাল, সেকান্দার আলী প্রমুখ। চিত্রাংকন ও রচনা প্রতিযোগিতায় কর্ণফুলী উপজেলার ৩০টি শিক্ষা প্রতিষ্ঠানের ৫ শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করে।

কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি : বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড গতকাল দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি পালন করে। কর্মসূচির মধ্যে ছিল কোম্পানির স্থাপনায় জাতীয় পতাকা অর্ধনমিতকরণ ও শোক প্রকাশের কালো পতাকা উত্তোলন, কালো ব্যাজ ধারণ, জাতির পিতার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ এবং মুজিব কর্ণারে শ্রদ্ধাঞ্জলি নিবেদন, ডকুমেন্টারি প্রদর্শন ও আলোচনা সভা, মিলাদ ও দোয়া মাহফিল, স্থানীয় এতিমখানা এবং গরীব ও দুস্থ মানুষের মধ্যে তবারক বিতরণ ইত্যাদি। দিবসের সকল কর্মসূচিতে প্রধান অতিথি ছিলেন কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক প্রকৌ. মো. রফিকুল ইসলাম।

পদ্মা অয়েল কোম্পানি : জাতীয় শোক দিবস উদযাপন উপলক্ষ্যে পদ্মা অয়েল কোম্পানী লিমিটেডের প্রধান কার্যালয়ে কোম্পানির ব্যবস্থাপনা পরিচালকের উপস্থিতিতে সর্বস্তরের কর্মকর্তা কর্মচারীগণ কর্তৃক সূর্য উদয়ের প্রাক্কালে জাতীয় পতাকা অর্ধনমিতকরণ, কোরআনখানি, দোয়া মোনাজাত এবং এতিমদের মাঝে খাদ্য বিতরণ করা হয়।

কুণ্ডেশ্বরীয়ান এলামনাই এসোসিয়েশন : গতকাল জাতীয় শোক দিবস পালন উপলক্ষে কুণ্ডেশ্বরীয়ান এলামনাই এসোসিয়েশনের উদ্যোগে বিভিন্ন কর্মসূচি পালিত হয়। কর্মসূচির মধ্যে ছিল বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ ও সাতকানিয়ায় বন্যাদুর্গত মানুষের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ। এ সময় উপস্থিত ছিলেন সিনিয়র সাংবাদিক ডেইজী মউদুদ, শেলী দাশ, রাজশ্রী সিংহ, জাহানারা মুন্নী, বিনীতা সাহা, রীতা বিশ্বাস, দিলরুবা শারমিন এবং রাজশ্রী মজুমদার চৌধুরী।

দক্ষিণ জেলা মহিলা আ. লীগ : গতকাল সকাল ১০টায় চট্টগ্রাম দক্ষিণ জেলা মহিলা আওয়ামী লীগের উদ্যোগে আন্দরকিল্লাস্থ সংগঠনের দলীয় কার্যালয়ে জাতীয় শোক দিবস উপলক্ষে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি চেমন আরা তৈয়ব, সাধারণ সম্পাদক শামীমা হারুন লুবনা, যুগ্ম সাধারণ সম্পাদক খালেদা আক্তার চৌধুরী, সহসভাপতি কল্পনা লালা, কাজী শারমীন সুমী, জান্নাত আরা মনজু, এড. পাপড়ী সুলতানা, সাংগঠনিক সম্পাদক দিলোয়ারা বেগম, নুরীমন আক্তার, কৃষ্ণা দত্ত, সঞ্চিতা বড়ুয়া, রওশন আক্তার মুন্নি, জীবন আরা বেগম প্রমুখ।

ফিরিঙ্গীবাজার : জাতীয় শোক দিবসে চসিকের ৩৩ নং ফিরিঙ্গীবাজার ওয়ার্ড কাউন্সিলর হাসান মুরাদ বিপ্লবের উদ্যোগে দিনব্যাপী কর্মসূচির মধ্যে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে মাল্যদান, ঐতিহাসিক ভাষণ প্রচার, ফ্রি চিকিৎসা ও বিনামূল্যে ওষুধ বিতরণ, কৃতি শিক্ষার্থীদের মাঝে বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী বই বিতরণ, দোয়া ও মিলাদ মাহফিল এবং সংক্ষিপ্ত আলোচনা সভার মাধ্যমে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ওয়ার্ড কাউন্সিলর হাসান মুরাদ বিপ্লব।

চট্টগ্রাম লেডিস ওয়েল ফেয়ার ক্লাব : বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে কোরান খতম, দোয়া মাহফিল ও আলোচনা সভার আয়োজন করেছে চট্টগ্রাম লেডিস ওয়েল ফেয়ার ক্লাব। গতকাল নন্দনকাননে ক্লাবের অফিসে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামানের স্ত্রী চট্টগ্রাম লেডিস ওয়েলফেয়ার ক্লাবের সভাপতি তানজিয়া রহমান। অন্যান্যদের মধ্যে ছিলেন পুলিশ সুপারের স্ত্রী শারমিন আক্তার, ক্লাবের সহসভাপতি মিশকাত আফরিন, ফারজানা ইয়াসমিন, সেকুয়া জয়রীন, শারমিন সুলতানা সেতু, পিংকি ঢালী, শ্রাবণী খাতুন, সঞ্চিতা কুন্ডু প্রমুখ।

বাংলাদেশ দূতাবাস আবুধাবী : বাংলাদেশ দূতাবাস আবুধাবী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল নিবেদনের মধ্যে দিয়ে জাতীয় শোক দিবসের কর্মসূচি শুরু করে। এরপর আলোচনা ও দোয়া মাহফিল রাষ্ট্রদূত মোহাম্মদ আবু জাফরের সভাপতিত্বে ও কাউন্সিলার (শ্রম লোকাল) লুৎফুন নাহার নাজিমের পরিচালনায় অনুষ্ঠিত হয়। এতে রাষ্ট্রপতির বাণী পাঠ করেন দূতাবাসের মিশন উপ প্রধান মিযানুর রহমান, প্রধানমন্ত্রী শেখ হাসিনার বাণী পাঠ করেন মিনিস্টার (শ্রম) আবদুল আওয়াল।

কাগতিয়া মাদরাসা : কাগতিয়া এশাতুল উলুম কামিল এম. . মাদরাসা মূল ক্যাম্পাস ও চট্টগ্রাম মহানগর ক্যাম্পাসে যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যপূর্ণ পরিবেশে জাতীয় শোক দিবস পালন করা হয়। আলোচনা সভায় বক্তব্য রাখেন উপাধ্যক্ষ মাওলানা বদিউল আলম আহমদী, মাওলানা মুহাম্মদ আহসান উল্লাহ মোবারক, মাওলানা এইচ.এম.আবু বকরসহ প্রমুখ। আলোচনা সভায় শিক্ষকমন্ডলী এবং শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন। কর্মসূচির মধ্যে ছিল খতমে কোরআন, খতমে তাহলীল, ফাতেহা শরীফ আদায় ও আলোচনা সভা।

চাঁদপুর মাদ্রাসা : গতকাল বাঁশখালী চাঁদপুর কিউএইচআরডিইউ সিনিয়র মাদ্রাসায় গভর্নিং বডির উদ্যোগে জাতীয় শোক দিবসের আলোচনা সভা ও দোয়া মাহফিল মাদ্রাসার অধ্যক্ষ হাফেজ আহমদের সভাপতিত্বে মাদ্রাসা মিলনায়তনে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাবেক শ্রম বিষয়ক সম্পাদক মো. খোরশেদ আলম। বক্তব্য রাখেন মাদ্রাসা উপাধ্যক্ষ মাওলানা আবু নাছের, মাওলানা ইব্রাহিম রহমানী, মাওলানা মহিউদ্দিন, নুপুর কান্তি দাশ, মাওলানা নুর মোহাম্মদ, জান্নাতুল মাওয়া রেশমী, সামিহা সোলতানা প্রমুখ।

সরাইপাড়া সিটি কর্পোরেশন উচ্চ বিদ্যালয়: জাতীয় শোক দিবস উপলক্ষে সরাইপাড়া সিটি কর্পোরেশন উচ্চ বিদ্যালয়ে আলোচনা সভা ও দোয়া মাহফিল গতকাল স্কুলের অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়। প্রধান শিক্ষক মোঃ মোখলেছুর রহমানের সভাপতিত্বে ও উম্মে আম্মার সঞ্চালনায় সভায় প্রধান অতিথি ছিলেন বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি ও ১২ নং সরাইপাড়া ওয়ার্ড কাউন্সিলর মোঃ নুরুল আমিন। বক্তব্য রাখেন মোঃ আমিরুল ইসলাম। মোনাজাত পরিচালনা করেন সিনিয়র শিক্ষক মোঃ ফজলুল্লাহ।

কুণ্ডেশ্বরী বালিকা বিদ্যামন্দির : কুণ্ডেশ্বরী বালিকা বিদ্যামন্দিরে জাতীয় শোক দিবস পালন করা হয়েছে। বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শুরু হওয়া কর্মসূচিতে ছিল আলোচনা সভা ও প্রামাণ্য চলচিত্র প্রদর্শনী। এতে উপস্থিত ছিলেন বিদ্যালয় পরিচালনা সংসদের সভাপতি রাজীব সিংহ, পলাশ রায় চৌধুরী, বাসুদেব সিংহ প্রমুখ।

পূর্ববর্তী নিবন্ধবঙ্গবন্ধুর জন্ম না হলে স্বাধীনতার কথা চিন্তা করা যেত না
পরবর্তী নিবন্ধনর্থ আমেরিকা অ্যাপ্লিকেশন ডে : কানাডা এবং যুক্তরাষ্ট্রে উচ্চশিক্ষার সুযোগ