শ্যালিকার বিয়ে শেষে বাড়ি ফেরা হলো না মুন্নার

সীতাকুণ্ডে মোটরসাইকেল দুর্ঘটনা

সীতাকুণ্ড প্রতিনিধি | রবিবার , ২১ ফেব্রুয়ারি, ২০২১ at ৭:১৩ পূর্বাহ্ণ

শ্যালিকাকে বিয়ে দিতে চলতি মাসের প্রথম দিকে দেশে ফেরেন সীতাকুণ্ডের বাসিন্দা সৌদি প্রবাসী শহীদুল্লাহ মুন্না (৪০)। বিয়ের কাজ সম্পন্ন করে বাড়ি ফেরা হলো না এই রেমিট্যান্স যোদ্ধার। তার আগেই গত শুক্রবার রাত ১০টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সীতাকুণ্ড অংশের উত্তর বাইপাসে সড়ক দুর্ঘটনায় নিহত হন তিনি। নিহত শহীদুল্লাহ উপজেলার সৈয়দপুর ইউনিয়নের পূর্ব সৈয়দপুর গ্রামের বীর মুক্তিযোদ্ধা নুরুল আলমের ছেলে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, রাত দশটার দিকে মোটরসাইকেল করে সীতাকুণ্ড পৌরসভার উত্তর বাইপাস এলাকা অতিক্রম করছিলেন শহীদুল্লাহসহ আরও একজন। এ সময় পুরাতন সড়ক থেকে একটি সিএনজি অটোরিকশা নতুন সড়কে প্রবেশ করার সময় মোটরসাইকেলটিকে ধাক্কা দিলে ছিটকে পড়ে সড়ক ডিভাইডারের সঙ্গে মাথায় গুরুতর আঘাত পান শহীদুল্লাহ। স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে সীতাকুণ্ড স্বাস্থ্য কমপ্লেঙে প্রেরণ করেন। অবস্থা গুরুতর দেখে সেখান থেকে তাকে রাত দুইটার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
শহীদুল্লাহর ভাই মো. রিপন জানান, বিগত প্রায় ২২বছর ধরে তিনি প্রবাসে জীবন যাপন করছিলেন। এর মধ্যে ছয়বার দেশে আসেন তিনি। চলতি মাসের প্রথম দিকে শ্যালিকাকে বিয়ে দেওয়ার উদ্দেশ্যে এক মাসের জন্য দেশে ফেরেন তিনি। শুক্রবার শ্যালিকার বিয়ের সব দায় দায়িত্ব পালন শেষে বাড়ি ফিরছিলেন তিনি। গতকাল সকাল ১০টায় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।
তিনি আরও জানান, ছয় বছর ও দুই বছর বয়সের দুটি কন্যা শিশু রয়েছে শহীদুল্লাহর। মোটর সাইকেলে থাকা অপর একজন আহত অবস্থায় বর্তমানে সীতাকুণ্ড স্বাস্থ্য কমপ্লেঙে চিকিৎসাধীন রয়েছেন।

পূর্ববর্তী নিবন্ধভালোবাসায় ভাষা হোক সজীব
পরবর্তী নিবন্ধউত্তাল জাহাঙ্গীরনগর, বন্ধ হলের তালা ভাঙলেন শিক্ষার্থীরা