শ্বাসনালী পুড়ে গেছে অভিনেত্রী আঁখির

| সোমবার , ৩০ জানুয়ারি, ২০২৩ at ৬:৩৯ পূর্বাহ্ণ

রাজধানীর মিরপুরে শুটিং চলাকালীন বিস্ফোরণে দগ্ধ হয়ে হাসপাতালে ভর্তি থাকা ছোট পর্দার অভিনেত্রী শারমিন আঁখির অবস্থা আশঙ্কাজনক। তার শ্বাসনালী পুড়ে গেছে। দগ্ধ হয়ে তিনি শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের এইচডিইউতে চিকিৎসাধীন।

গতকাল রোববার বার্ন ইনস্টিটিউটের প্রধান সমন্বয়কারী ডা. সামন্ত লাল সেন জানান, দগ্ধ অভিনেত্রী শরীরের ৩৫ শতাংশ পুড়ে গেছে। তার শ্বাসনালীতে বার্ন আছে। বর্তমানে সে এইচডিইউতে চিকিৎসাধীন। তার অবস্থা আশঙ্কাজনক। খবর বাংলানিউজের।

পূর্ববর্তী নিবন্ধবিশ্বসেরা সিনেমার সঙ্গে অপি করিমের ‘মায়ার জঞ্জাল’
পরবর্তী নিবন্ধনাটক ‘অপেক্ষা’র মঞ্চায়ন