প্লাস্টিক ও পলিথিনের লাগামহীন যত্রতত্র ব্যবহারের কারণে পৃথিবীর সর্বাপেক্ষা নিরাপদ খাবার মাতৃদুগ্ধেও পাওয়া যাচ্ছে মাইক্রোপ্লাস্টিক পার্টিকেল। তৈরি করছে শৈশবক্যান্সার ও ব্রেস্ট ক্যান্সারের মতো প্রাণঘাতী সব অসুখ। পলিথিন ও প্লাস্টিক বোতলে আমাদের খাল-বিল-নালাগুলোয় ইদানীং পানি পর্যন্ত দেখা যায় না। ৫ মিটার গভীর পলিথিনের স্তর রীতিমতো ড্রেজিং ব্লেডকেও ঘুরতে দিচ্ছে না। শৈশব ক্যান্সার ও পলিথিন বিষয়ক ব্যাপক সচেতনতাই পারে আগামীর পৃথিবীকে সুস্থ রাখতে। ফ্রোবেল প্লে স্কুলে লায়ন্স ক্লাব অব চিটাগংয়ের সেবা কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে জেলা গভর্নর লায়ন শেখ শামসুদ্দীন আহমেদ সিদ্দিকী এ সব কথা বলেন।
লায়ন্স ক্লাব অব চিটাগংয়ের প্রেসিডেন্ট লায়ন এম সোহেল খানের সভাপতিত্বে ও জয়েন্ট সেক্রেটারি ডিজাইনার লায়ন ইসমাইল চৌধুরীর পরিচালনায় গতকাল নগরীর ফ্রোবেল প্লে স্কুলের ছাত্রছাত্রী ও শিক্ষকদের মাঝে চক্ষু পরীক্ষা, ডায়াবেটিস পরীক্ষা, শৈশবক্যান্সার ও পলিথিন বিষয়ক সেবাকর্মসূচি অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ফ্রোবেল প্লে স্কুলের অধ্যক্ষ হাওড়া (তেহেসিন) জোহাইর। বক্তারা ক্যান্সার ও পরিবেশ রক্ষায় ব্যাপকহারে সচেতনতামূলক কর্মসূচির প্রতি গুরুত্বারোপ করেন। প্রায় ৪০০ শিশুর চক্ষুপরীক্ষার পাশাপাশি স্কুলের শিক্ষক-কর্মকর্তা-কর্মচারীদের ডায়াবেটিস পরীক্ষা করা হয়। দুইদিনব্যাপী এ কর্মসূচি চলবে আজ বুধবার পর্যন্ত।
সেবা কর্মসূচিতে অংশগ্রহণ করেন লায়ন্স জেলার প্রাক্তন জেলা গভর্নর লায়ন নাজমুল হক চৌধুরী, দৈনিক আজাদী পরিচালনা সম্পাদক ওয়াহিদ মালেক, সিনিয়র গভর্নর এডভাইজার লায়ন সিলভাস্টার বার্নাডেট, রিজিয়ন চেয়ারপার্সন লায়ন এস কে পালিত, ফ্রোবেল প্লে স্কুলের ভাইস প্রিন্সিপ্যাল বাতুল হোসাইন, কনসার্ন জোন চেয়ারপার্সন লায়ন আবু নাসের রনি, ক্লাব সেক্রেটারি লায়ন মো. নাজমুল শাকের, ডিরেক্টর লায়ন কিশোয়ার জাহান, লায়ন রেজওয়ানা আবেদীন আঁখি, ফ্রোবেল প্লে স্কুলের শিক্ষিকা সাদাফ নাঈম, হামিয়া ফেরদৌসি, শাদ পারভেজ, নওরীন ফাতিমা, কর্মকর্তা সানজানা চৌধুরী, মইনুল আলম টুটুল, মুর্তজা নুরুদ্দিন, লিও ডিস্ট্রিক্ট রিজিয়ন ডিরেক্টর লিও আবদুল্লাহ্ আলী আল হাসান, লিও ক্লাব অব চিটাগংয়ের প্রেসিডেন্ট লিও অদিতি বড়ুয়া, ফার্স্ট ভাইস প্রেসিডেন্ট লিও শেখ মুনতাসির মামুন, সার্ভিস সেক্রেটারি লিও মাহমুদুন্নবী রানা, লিও এমরান খান মেহেদী প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।