শৈত্য দর্শন

উজ্জ্বল সম্পু | বৃহস্পতিবার , ১৫ জানুয়ারি, ২০২৬ at ৭:৪৭ পূর্বাহ্ণ

প্রচণ্ড শীতে বাতাস জিজ্ঞেস করে নীরব প্রশ্ন,

মানুষ কি উত্তাপ, নাকি অভ্যাসের আশ্রয়স্থল?

কম্বলের ভাঁজে লুকায় আধাঘুম, আধাভাবনা,

চিন্তার শ্বাসে জমে উঠে দার্শনিক কুয়াশা।

চায়ের কাপে ভাসে মানবিক উষ্ণতার ধোঁয়া,

অচেনা হাতে হাত ছোঁয়শীত ভুলিয়ে দেয় দূরত্ব।

এক টুকরো হাসি গলিয়ে দেয় জমাট সকাল,

দাঁত কাপলেও হৃদয় শেখে সহমর্মিতা।

ভবঘুরের কাঁধে শাল পড়লে রাত নরম হয়,

শীত বুঝে যায়এখানে তার দম্ভ হারাম।

হাঁচির শব্দে ভেঙে পড়ে গুরুগম্ভীর ভাব,

হাসির ফাঁকে জীবন দেয় মজার ছুটি।

শেষে শীত যাবে, রেখে যাবে এই পাঠ,

উষ্ণতা মানে আগুন নয়মানুষ হওয়ার নাম।

পূর্ববর্তী নিবন্ধশীতের আবাহন
পরবর্তী নিবন্ধপবিত্র বাইতুল্লাহ বা কাবা শরিফ প্রথম দেখায় যে দোয়া পড়বেন