শেষ হলো সিজেকেএস ব্যাডমিন্টন প্রশিক্ষণ কর্মসূচি

| শনিবার , ২০ আগস্ট, ২০২২ at ৭:৫৫ পূর্বাহ্ণ

চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় ব্যাডমিন্টন প্রশিক্ষণ কর্মসূচি সম্পন্ন হয়েছে গতকাল। তিনদিন ব্যাপি এই প্রশিক্ষণ কর্মসুচিতে বিভিন্ন বয়সের প্রায় ৩০ জন প্রশিক্ষণার্থী অংশ গ্রহন করে। ভারতের সাবেক তারকা ব্যাডমিন্টন খেলোয়াড় এবং কোচ বাস্তব নিয়োগ এই প্রশিক্ষন ক্যাম্প পরিচালনা করেন। প্রশিক্ষনে অংশ নেওয়া ৩০ জনের মধ্যে চট্টগ্রাম জেলা দলের রয়েছে ১০ জন খেলোয়াড়। বাকিদের জেলা ক্রীড়া সংস্থার একাডেমিতে প্রশিক্ষণ নেওয়াদের মধ্য থেকে বাছাই করে নেওয়া হয়েছে। মূলত ব্যাডমিন্টনের কিছু খুটিনাটি বিষয় সম্পর্কে অবগত করতেই এই প্রশিক্ষনের আয়োজন। গত বৃহষ্পতিবার উক্ত প্রশিক্ষনের উদ্বোধন করেছিলেন সিজেকেএস সাধারণ সম্পাদক আ.জ.ম নাছির উদ্দীন। ব্যাডমিন্টন কমিটির চেয়ারম্যান আমিনুল ইসলামের সভাপতিত্বে এবং সিজেকেএস নির্বাহী সদস্য ও ব্যাডমিন্টন কমিটির সম্পাদক দিদারুল আলমের সঞ্চালনায় এ সময় উপস্থিত ছিলেন সিজেকেএস অতিরিক্ত সাধারণ সম্পাদক আলহাজ্ব সৈয়দ শাহাবুদ্দিন শামীম, নির্বাহী সদস্য মোহাম্মদ ইউসুফ, নাসির মিঞা, সিজেকেএস কাউন্সিলর তানভীর হায়দার চৌধুরী, এনামুল হক, আবু জাহেদ, সিজেকেএস ব্যাডমিন্টন কমিটির সদস্য আলী কায়সার, মোঃ জসিম উদ্দিন, মাইনুল ইসলাম আজাদ, তৌহিদ হোসেন। গতকাল অনুষ্ঠিত হয় প্রশিক্ষনের সমাপনী।
তিনদিনের এই প্রশিক্ষন থেকে প্রাপ্ত জ্ঞানকে এখন সামনের দিন গুলোতে নিজেদের ক্যারিয়ার গঠনে কাজে লাগাবেন প্রশিক্ষনার্থীরা সেটাই প্রত্যাশা আয়োজকদের।

পূর্ববর্তী নিবন্ধএফডিসি থেকে অরুণা বিশ্বাসের ব্যাগ চুরি
পরবর্তী নিবন্ধএমেচার টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা আজ