তারপর একদিন শেষবার দেখা হলো
চোখে চোখ রেখে কোনও কথা হলো না আর
কিংবা অনেক কথাই হলো…
আমার প্রতিটি শ্বাস–প্রশ্বাসের বর্ণ তার জানা
হয়ত সে দেখেছিল বুকের ভেতর
সাত আসমান শূন্যতার নিথর প্রতিটি ভাঁজ
নক্ষত্রের ছায়াতলে পড়ে থাকা ব্যর্থ আমি
ব্ল্যাকহোলে সঞ্চিত প্রতিটি চিৎকার
দাবিহীন মৌন মিছিলের প্রতিটি প্লেকার্ড
তথাপি অনেক দেরি; বিদায়ের ঘন্টা বাজে
জেনেছি হৃদয় তার সমস্ত ভুলের অনুতাপে
অবনিকে শেষবার দেখেছি তখন
শূন্যতার সিঁড়ি বেয়ে হেঁটে হেঁটে যেতে
হৃদয় দরোজা ভেঙে আলোক বর্ষের দূরে…