শেষ পর্যন্ত ঢাকায় আসছেন আতিফ আসলাম

| মঙ্গলবার , ৯ ডিসেম্বর, ২০২৫ at ৭:৩৫ পূর্বাহ্ণ

বিদেশি শিল্পীদের অংশগ্রহণে দেশে কনসার্ট আয়োজনের অনুমতি পেতে নানান জটিলতা তৈরি হচ্ছে ইদানীং। কদিন আগেও বাংলাদেশে পৌঁছেও গানের মঞ্চে উঠতে পারেননি পাকিস্তানি ব্যান্ড কাভিশ, স্রেফ শেষ পর্যন্ত ভেন্যুর অনুমতি না পাওয়ায়। সদ্য উপমহাদেশের আরেক তারকা পাকিস্তানের আতিফ আসলামের ক্ষেত্রেও সে ঘটনার উপক্রম হয়েছিল। তবে শেষ পর্যন্ত খবর হচ্ছে, আতিফ আসছেন।

আতিফ আসলামের অংশগ্রহণে দুটি ভিন্ন কনসার্টের ঘোষণা দিয়েছিল দুটি আয়োজক প্রতিষ্ঠান। তা নিয়ে শুরু হয় নানান জটিলতা। এ অবস্থায় আতিফের ঢাকায় আসা এবং কনসার্টে অংশ নেওয়া অনিশ্চিত হয়ে যায়। তবে শেষপর্যন্ত ইতিবাচক খবর জানিয়েছে দুই আয়োজক স্পিরিটস অব জুলাই ও মেইন স্টেইজ। যৌথভাবে তারা আয়োজন করছে মেইন স্টেইজ শো২০২৫, যেখানে গাইবেন আতিফ আসলাম। আসছে ১৩ ডিসেম্বর ঢাকার পূর্বাচল নিউ প্রজেক্ট টাউনের বাংলাদেশচায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারে হবে এ কনসার্ট। এক সংবাদ বিজ্ঞপ্তিতে আয়োজকেরা জানিয়েছেন, বাস্তবতা ও কতিপয় জটিলতার কারণে এককভাবে অনুষ্ঠানটি আয়োজন করতে না পারলেও যৌথভাবে সেটি আয়োজন করতে যাচ্ছে।

ঢাকার তরুণদের কাছে বছরের অন্যতম কাঙ্ক্ষিত অনুষ্ঠান এটি।

পূর্ববর্তী নিবন্ধঅনূর্ধ্ব-২১ হকি বিশ্বকাপের ‘চ্যালেঞ্জার চ্যাম্পিয়ন’ বাংলাদেশ
পরবর্তী নিবন্ধআসছে ৬ শিল্পীর গান