স্বাগতিক বাংলাদেশ ‘এ’ দলের সামনে সিরিজের তৃতীয় চারদিনের ম্যাচের শেষ দিনে জয়ের জন্য ৪১৪ রানের পাহাড়সম লক্ষ্য দাঁড় করিয়েছে সফরকারী ওয়েস্ট ইন্ডিজ ‘এ’ দল। তাই শেষ দিনে কঠির পরীক্ষা দিতে হবে স্বাগতিকদের। আর টানা দ্বিতীয় ম্যাচ জিততে হলে ওয়েস্ট ইন্ডিজ ‘ এ’ দলকে তুলে নিতে হবে বাংলাদেশের ১০টি উইকেট। তাই শেষ দিনে বাংলাদেশ দল যে কঠিন পরীক্ষায় পড়েছে সেটা বলাই যায়। কারণ শেষ দিনে চারশর বেশি রান তোলা বেশ কঠিন। তাই শেষ দিনে জয়ের জন্য অবিশ্বাস্য কিছুই করতে হবে স্বাগতিকদের। প্রথম ইনিংসে ওয়েস্ট ইন্ডিজের ৪৪৫ রানের জবাবে বাংলাদেশ করে ২০৫ রান। এরপর ৫ উইকেট হারিয়ে ২২০ রান করে দ্বিতীয় ইনিংস ঘোষণা করে সফরকারীরা। আর তাতে বাংলাদেশের সামনে লক্ষ্য দাঁড়ায় ৪৬০ রানের। তৃতীয় দিন শেষে কোনো উইকেট না হারিয়ে স্বাগতিকরা করেছে ৪৭ রান। এখণ শেষ দিনে বাংলাদেশ লড়তে হবে ম্যাচ বাঁচানোর জন্য।
আগের দিনের ৭ উইকেটে ১৫৭ রান করে তৃতীয় দিন শুরু করেছিল বাংলাদেশ। দিনের শুরুতেই ফিরেন তানজিম হাসান সাকিব। আগের দিনের করা ১৭ রানেই ভেরাসামি পারমেউলের বলে বোল্ড হন তিনি। পরের লড়াইটা একা নাসুম আহমেদের। ৭ টি চারের সাহায্যে ৫৮ বলে ৩৮ রান করে অপরাজিত থাকেন তিনি। এছাড়া ৮ বলে ১৩ রান আসে শরিফুল ইসলামের ব্যাট থেকে। ক্যারিবীয়দের পক্ষে তিন উইকেট নেন পারমাউল, দুটি করে উইকেট নিয়েছেন অ্যান্ডারসন ফিলিপে ও কেভিন সিনক্লেয়ার।
২৪০ রানে এগিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নামা ক্যারিবীয় ব্যাটারদের ভেতর ছিল রান তোলার তাড়া। যদিও ১৬৫ বলে ৮৩ রান করে অপরাজিত থাকেন তেগনারায়ণ চন্দরপল। এছাড়া ৪০ বলে ৪৭ রান আসে জশুয়া ডি সিলভার ব্যাট থেকে। এছাড়া এলিক অ্যাথানেজি করেন ২৭ রান। ২০ রান আসে ম্যাকেঞ্জির ব্যাট থেকে। ৫ উইকেটে ২২০ রান করে দ্বিতীয় ইনিংস ঘোষণা করেন ওয়েস্ট ইন্ডিজ ‘এ’ দল। এ ইনিংসে বাংলাদেশের পক্ষে নাসুম তিনটি ও সাইফ হাসান দুইটি উইকেট নিয়েছেন। ৪৬০ রানের বিশাল লক্ষ্য তাড়া করতে নামা বাংলাদেশ ‘এ’ দলের দুই ওপেনার দিনের বাকি সময়টা বেশ ভালভাবেই পার করে দিয়েছেন। দুই ওপেনার মাহমুদুল হাসান জয় এবং জাকির হাসান অবিচ্ছিন্ন রয়েছেণ ৪৭ রান করে। ৩৮ বলে ৬টি চারের সাহায্যে ২৮ রান করে অপরাজিত রয়েছেন মাহমুদুল হাসান জয়। আরেক ওপেনার জাকির হাসান ৪৬ বলে ১৪ রান করে অপরাজিত আছেন। আজ শেষ দিনে কঠিন এক পরেীক্ষায় এদুজন আবার ইনিংস শুরু করতে নামবেন। এখন দেখার বিষয় স্বাগতিক ‘এ’ দল ম্যাচটা বাঁচাতে পারে কিনা। নাকি টানা দ্বিতীয় পরাজয়ের স্বাদ গ্রহণ করে।