প্রথম দুই সেট হেরে পড়ে গিয়েছিলেন বিদায়ের শঙ্কায়। খাদের কিনারা থেকে দারুণভাবে ঘুরে দাঁড়িয়ে পরের দুই সেট জিতে নেন নোভাক জোকোভিচ। পরে টিনএজার লরেন্সো মুসেত্তি চোট নিয়ে সরে দাঁড়ালে ফরাসি ওপেনের কোয়ার্টার-ফাইনালে পা রাখেন র্যাঙ্কিংয়ের এক নম্বর তারকা। আরেক তারকা ক্লে কোর্টের রাজা রাফায়েল নাদাল অবশ্য সহজেই শেষ ষোলোর বৈতরণী পার করেছেন। সরাসরি সেটে হারিয়েছেন আরেক টিনএজার ইয়ানিক সিনেরকে। জোকোভিচের বিপক্ষে মুসেত্তি প্রথম দুই সেট জেতেন ৭-৬ (৯-৭), ৭-৬ (৭-২) গেমে। পরের দুই সেটে অবশ্য পাত্তা পাননি ১৯ বছর বয়সী এই ইতালিয়ান। পঞ্চম সেটে সার্বিয়ান তারকা ৪-০ তে এগিয়ে যাওয়ার পর পেটের ব্যথায় সরে দাঁড়ান মুসেত্তি। এই তরুণ কোর্ট ছাড়ার সময় দাঁড়িয়ে তাকে অভিবাদন জানান দর্শকরা। চতুর্থ সেট চলার সময় একবার মেডিকেল ‘টাইম-আউট’ নিয়েছিলেন তিনি। এরপর থেকে তাকে ভুগতে দেখা গেছে। সেমি-ফাইনালে ওঠার লড়াইয়ে নবম বাছাই মাত্তেও বেররেত্তিনির মুখোমুখি হবেন জোকোভিচ। এদিকে সিনেরকে হারাতে কোনো বেগ পেতে হয়নি এই প্রতিযোগিতায় রেকর্ড ১৩ বারের চ্যাম্পিয়ন নাদালের।
এই স্প্যানিয়ার্ড জিতেছেন ৭-৫, ৬-৩, ৬-০ গেমে। প্যারিসে এই নিয়ে টানা ৩৫ সেট জিতলেন তিনি।