বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজের ভাগ্য নির্ধারণ হয়ে গেছে এক ম্যাচ বাকি থাকতেই। পাঁচ টি-টোয়েন্টি ম্যাচের চারটির তিনটিতে বাংলাদেশ এবং একটিতে জয় পেয়েছে নিউজিল্যান্ড। ৫ম ও শেষ টি-টোয়েন্টি ম্যাচটি আজ শুক্রবার বিকাল চারটায় অনুষ্ঠিত হবে শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে। শেষ ম্যাচটাও জিতে রঙিন করতে চায় স্বাগতিক বাংলাদেশ। সিরিজ জয় নিশ্চিত করায় বাংলাদেশ তাই অনেকটা নির্ভার। এর ফলে মাহমুদউল্লাহর দল সিরিজের শেষ ম্যাচে সাইড বেঞ্চে বসা খেলোয়াড়দের পরখ করে নিতে চাইছে। আর সেটাই তো স্বাভাবিক, হচ্ছেও তাই। শেষ ম্যাচে বাংলাদেশের একাদশে একাধিক পরিবর্তন আসছে।
গতকাল বৃহস্পতিবার বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নির্ভরযোগ্য একটি সূত্র শেষ টি-টোয়েন্টিতে একাধিক পরিবর্তনের খবরটি জানিয়েছে। সাকিব আল হাসানের আঙুলের পুরনো ব্যাথা মাথাচাড়া দিয়েছে। সিরিজ নিশ্চিত হয়ে যাওয়ার কারণে সাকিবকে তাই খেলাতে চায় না বাংলাদেশ। পেস ডিপার্টমেন্টেও আসছে পরিবর্তন। টানা খেলার মধ্যে থাকা মোস্তাফিজুর রহমানকে বিশ্রাম দিতে চায় টিম ম্যানেজমেন্ট। সাকিবের বদলে সৌম্য সরকার এবং মোস্তাফিজের বদলে তরুণ পেসার শরিফুল ইসলামকে খেলানো হবে। অপর পেসার সাইফ উদ্দিনকে বিশ্রাম দিয়ে তাসকিন আহমেদকে খেলানোর চিন্তাও আছে টিম ম্যানেজমেন্টের।
উল্লেখ্য প্রথম দুই ম্যাচ জেতা বাংলাদেশ তৃতীয় ম্যাচে হেরেছিল। তবে চতুর্থ ম্যাচ জিতে কিউইদের বিপক্ষে সিরিজ জয় নিশ্চিত করেছে মাহমুদউল্লাহরা। এই সিরিজের আগে নিউজিল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টিতে কোনো জয় ছিল না বাংলাদেশের। সেই আক্ষেপ ঘুচিয়ে সিরিজ জয় করে নেয় টাইগাররা।