প্রকৃতির অপরূপ সাজে সাজানোর দৃঢ় প্রত্যয়ে বায়েজিদ থানাধীন সাংবাদিক হাউজিং সোসাইটিতে চলমান জুলাই মাসব্যাপী বৃক্ষ রোপণ কর্মসূচি হাতে নেয়া হয়েছে। গত ১ জুলাই কর্মসূচির সূচনা করেন কমিটির সভাপতি এড. সুখময় চক্রবর্তী, সাংবাদিক শামসুল হক হায়দরী, সম্পাদক মোহাম্মদ নওশাদ চৌধুরী, সাংগঠনিক সম্পাদক মোশাররফ হোসেন চৌধুরী, কোষাধ্যক্ষ ইরফান রেজা খান, সাংবাদিক বাবুল কান্তি চৌধুরী, সাংবাদিক শতদল বড়ুয়া, মফিজুল ইসলাম প্রমুখ। বৃক্ষরোপণ কর্মসূচি মাসব্যাপী অব্যাহত থাকবে। ইতোমধ্যে এ কর্মসূচিতে অংশ নেন বায়েজিদ বোস্তামী থানার পক্ষে সিনিয়র সাব ইন্সপেক্টর মোহাম্মদ নুরনবীসহ অন্যান্যরা। এছাড়া মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে সোসাইটিতে বসবাসরত প্লট ও ফ্ল্যাট মালিক এবং স্কুল কলেজ ও ইউনিভার্সিটির ছাত্ররা অংশগ্রহণ করেন। প্রেস বিজ্ঞপ্তি।