আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে শেরশাহ্ ফকির পাড়া রেনেসাঁ সংঘ আয়োজিত আন্তঃ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান গত ২১ ফেব্রুয়ারি শেরশাহ্ সিএন্ডবি আবাসিক এলাকা সংলগ্ন মাঠে অনুষ্ঠিত হয়। ফাইনাল খেলায় ফকির স্পোর্টিং ক্লাব ৩-২ গোলে ব্লু-স্টার ক্লাবকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়। পুরস্কার বিতরনী অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শামসুল ইসলাম আজাদ, শেখ মুহিউদ্দীন, মো. জাহেদসহ রেনেঁসা সংঘের সকল কর্মকর্তা ও সদস্যবৃন্দ। প্রেস বিজ্ঞপ্তি।