আমিরের পছন্দ বাংলাদেশের ডাল-ভাত

| মঙ্গলবার , ২৩ ফেব্রুয়ারি, ২০২১ at ৭:৪৮ পূর্বাহ্ণ

ব্যক্তিগত জীবনে খুবই ভোজন রসিক পাকিস্তানি পেসার মোহাম্মদ আমির। খেতে পছন্দ করেন বিভিন্ন দেশের মজাদার খাবার। তার মধ্যে সবচেয়ে পছন্দের টার্কিশ খাবার। ক্রিকইনফো’তে এক সাক্ষাৎকারে এমনটাই জানিয়েছেন আমির। টার্কিশ খাবার যে কেবল পছন্দেরই নয়, প্রতিদিন দিলে প্রতিদিন এই খাবার খেতে অতৃপ্তি হবে না তার। এছাড়া আছে ম্যাকডোনাল্ডের খাবার। প্রতি সপ্তাহে একবার হলেও এই ফাস্ট ফুড কোম্পানির খাবার খেতে হয় পাকিস্তানি পেসারকে। কারণ মেয়ের সঙ্গে এই খাবার খেতেই হয় আমিরকে। ভোজন রসনায় খুব একটা ছাড় দিতে রাজি নন ২৮ বছর বয়সী পেসার। টার্কিশ, লেবানিজ খাবার ছাড়াও সফরে থাকলে দুবাই, লন্ডনের খাবার বেশ তৃপ্তির সঙ্গে খেতে পছন্দ করেন আমির। বাংলাদেশের খাবার খেতেও পছন্দ করেন তিনি। আমির বলেন, ‘আমি টার্কিশ ও লেবানিজ খাবার এবং যখন দুবাই আসি তখন এসব খাবার খেতে খুব পছন্দ করি। বিপিএলের (বাংলাদেশ প্রিমিয়ার লিগ) মতো কোথাও গেলে, আমি সাদা ভাত এবং ডাল মাখানি খেতে পছন্দ করি। আমি এসব বাংলাদেশে খেতে পছন্দ করি। তবে অধিকাংশ সময় আমি বাংলাদেশের সবজি জাতীয় খাবার খেতে পছন্দ করি। আমার স্ত্রী খুবই ভালো রাঁধুনি।’

পূর্ববর্তী নিবন্ধবাঁশখালীতে সুলতান উল কবির চৌধুরী গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন
পরবর্তী নিবন্ধশেরশাহ্‌ ফকির পাড়া রেনেসাঁ সংঘ আয়োজিত আন্তঃ ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন