শেঠ প্রপার্টিজসহ ১৭ ভবন মালিককে ১ লাখ ২১ হাজার টাকা জরিমানা

বদ্ধ পানিতে মশার লার্ভা

আজাদী প্রতিবেদন | বৃহস্পতিবার , ২৭ জুলাই, ২০২৩ at ৬:১৭ পূর্বাহ্ণ

নির্মাণাধীন ভবনে মশার লার্ভা পাওয়ায় নগরে শেঠ প্রপার্টিজ লিমিটিডে নামে একটি আবাসন প্রতিষ্ঠানকে ২০ হাজার টাকা জরিমানা করেছে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) ভ্রাম্যমাণ আদালত। গতকাল নগরের চকবাজার বালি আর্কেডের পেছনে আবাসন প্রতিষ্ঠানটির নির্মাণাধীন একটি বহুতল ভবনে এ জরিমানা করা হয়।

জরিমানা করার বিষয়টি নিশ্চিত করে অভিযানে অংশ নেয়া চসিকের প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা মো. আবুল হাশেম আজাদীকে বলেন, শেঠ প্রপার্টিজের নির্মাণাধীন ভবনের বেইসমেন্টে পানি জমেছিল। সেখানে প্রচুর লার্ভা পেয়েছি। এছাড়া অনেকগুলো ড্রাম ছিল পানিভর্তি।

চসিক সূত্রে জানা গেছে, অভিযানে শেঠ প্রপার্টিজসহ ১৭ ভবন মালিককে ১ লাখ ২১ হাজার টাকা জরিমানা করা হয়। নির্মাণাধীন ভবনের নিচে, ফুলের টব, ড্রাম ও ছাদে জমে থাকা পানিতে মশার লার্ভা থাকায় এ জরিমানা করা হয়। চকবাজার, কাতালগঞ্জ ও সিরাজদ্দৌলা রোড এলাকায় পরিচালিত অভিযানে নেতৃত্ব দেন স্পেশাল ম্যাজিস্ট্রেট মনীষা মহাজন ও রাজস্ব কর্মকর্তা সৈয়দ শামসুল তাবরীজ।

পূর্ববর্তী নিবন্ধনির্বাচন নয়, অস্বাভাবিক পরিস্থিতি চায় বিএনপি : প্রধানমন্ত্রী
পরবর্তী নিবন্ধএকাডেমিক কাউন্সিলের সভায় চবি শিক্ষককে গলা চেপে ধরার হুমকি ডিনের