শেখ হাসিনা স্মার্ট বাংলাদেশ গড়তে শিক্ষাকে গুরুত্ব দিয়েছেন

কুমিরা স্কুল ভবনের উদ্বোধনে এমপি দিদার

সীতাকুণ্ড প্রতিনিধি | রবিবার , ১৫ অক্টোবর, ২০২৩ at ৫:২৪ পূর্বাহ্ণ

আওয়ামী লীগ সরকার শিক্ষা বান্ধব সরকার। প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামীর স্মার্ট বাংলাদেশ গড়তে শিক্ষাকে গুরুত্ব দিয়েছেন। আজকের শিক্ষার্থীরা আগামী বাংলাদেশের নেতৃত্ব দিবেন।’ গত শুক্রবার কুমিরা আবাসিক উচ্চ বিদ্যালয়ের নবনির্মিত একাডেমি ভবন উদ্বোধন ও অভিভাবক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সদস্য দিদারুল আলম এমপি এসব কথা বলেন।

তিনি বলেন, ২০১৮ সালের নির্বাচনের আগে আমি এই বিদ্যালয়ের ভবনটির ভিত্তিপ্রস্তর করেছিলাম। আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকার কারণে আজ ৪ কোটি ৬০ লক্ষ টাকার ভবনটি দৃশ্যমান। শেখ হাসিনা আমাকে এমপি বানিয়ে আপনাদের সেবা করার সুযোগ দেওয়ায় ভবনটিও উদ্বোধনের সুভাগ্য আমার হয়েছে। তাই এই ধারাবাহিকতা বজায় রাখতে আসামী সংসদ নির্বাচনে নৌকা মার্কা ভোট দিয়ে জননেত্রী শেখ হাসিনাকে বিজয়ী করে প্রধানমন্ত্রী বানাতে হবে।

কুমিরা আবাসিক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনির উদ্দিনের সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন সীতাকুণ্ড উপজেলা উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোস্তফা আলম সরকার, মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক আবু বক্কর, ইউপি সদস্য মো. আলাউদ্দিন, স্কুল পরিচালনা পর্ষদের সদস্য মনির উদ্দিন, আবদুল মতিন, মনির আহমেদ, ফরহাদ হেসেন ইরান, তৌহিদুজজামান মেজবাহ প্রমুখ।

পূর্ববর্তী নিবন্ধশিশুদের বাঁচানোর জন্য লড়াই করে যাচ্ছেন শিশুসাহিত্যিকরা
পরবর্তী নিবন্ধ৩০ নং ওয়ার্ড আওয়ামী লীগের মতবিনিময় সভা