আলহাজ্ব মোস্তফা-হাকিম ওয়েলফেয়ার ফাউন্ডেশনের উদ্যোগে গতকাল সকাল ১০টায় নগরীর উত্তর কাট্টলী আলহাজ্ব মোস্তফা হাকিম কলেজ চত্বরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫তম জন্মবার্ষিকী উপলক্ষে খতমে কুরআন, কেক কাটা, আলোচনা সভা, মিলাদ মাহফিল ও গরিব-অসহায়দের মাঝে বস্ত্র ও খাবার বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ও আলহাজ্ব মোস্তফা-হাকিম ওয়েলফেয়ার ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক এম মনজুর আলম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলহাজ্ব মোস্তফা-হাকিম ওয়েলফেয়ার ফাউন্ডেশন, হোসনে আরা মনজুর ওয়েলফেয়ার ট্রাস্ট ও এইচ এম স্টিল অ্যান্ড ইন্ডাস্ট্রি লিমিটেডের পরিচালক মোহাম্মদ সাইফুল আলম।
অনুষ্ঠানে মনজুর আলম বলেন, শেখ হাসিনা বেঁচে আছেন বলে আজ বাংলাদেশ উন্নয়নশীল দেশের সারিতে। তিনি ভালো থাকলে ভালো থাকবে বাংলাদেশ। শেখ হাসিনা শত বছর বেঁচে থাকলে বাংলাদেশ আরো উন্নত হবে।
আকবরশাহ থানা আওয়ামী লীগের সভাপতি সুলতান আহমদের সভাপতিত্বে ও অধ্যাপক কাজী মাহবুবুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, আকবরশাহ থানা আওয়ামী লীগের সহ-সভাপতি লোকমান আলী, সাধারণ সম্পাদক কাজি আলতাফ হোসেন, আওয়ামী লীগ নেতা আজম খান, উত্তর কাট্টলী আলহাজ্ব মোস্তফা-হাকিম কলেজের অধ্যক্ষ মোহাম্মদ আলমগীর, উপাধ্যক্ষ মাহফুজুল হক চোধুরী প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।












