চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক শেখ মো. আতাউর রহমান বলেছেন, আজকের এই দিনে জনমত ও আন্তর্জাতিক চাপের মুখে ১/১১ এর কুশীলবরা জননেত্রী শেখ হাসিনাকে মুক্তি দিতে বাধ্য হয়েছিল। সেদিন তিনি কারামুক্তি লাভ না করলে এদেশ একটি অকার্যকর রাষ্ট্রে পরিণত হতো। তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত ধরেই বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়িত হচ্ছে। এটাই আমাদের বড় পাওয়া।
গতকাল আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার কারামুক্তি দিবসে চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগ আয়োজিত আলোচনা সভায় প্রধান আলোচকের বক্তব্যে তিনি এসব কথা বলেন। উত্তর জেলা আওয়ামী লীগ সহ সভাপতি আবুল কালাম আজাদের সভাপতিত্বে ও যুগ্ম সাধারণ সম্পাদক দেবাশীষ পালিতের সঞ্চালনায় দোস্ত বিল্ডিং কার্যালয়ে আয়োজিত সভায় অন্যানের মধ্যে বক্তব্য রাখেন যুগ্ম সাধারণ সম্পাদক জসিম উদ্দিন শাহ, নজরুল ইসলাম তালুকদার, প্রদীপ চক্রবর্ত্তী, নাজিম উদ্দিন তালুকদার, আ স ম ইয়াছিন মাহমুদ, মো. সেলিম উদ্দিন, আখতার হোসেন খান, ফোরকান উদ্দিন আহমেদ, সাহেদ সরোয়ার শামীম, দিলোয়ারা ইউসুফ, এড. বাসন্তী প্রভা পালিত, নুরুল মোস্তাফা মানিক, রাশেদ খান মেনন, হারুন অর রশীদ, এড. জুবাঈদা সরোয়ার নিপা, তানভীর হোসেন তপু প্রমুখ।
এম এ লতিফ এমপি : এম এ লতিফ এমপির উদ্যোগে আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার কারামুক্তি দিবস উপলক্ষে এমপির ৩নং জেটি গেইটস্থ দলীয় কার্যালয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ৩৯নং ওয়ার্ড ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আকবর হোসেন কবির সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন–চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক মাহবুবুল হক মিয়া। ২৯নং ওয়ার্ড যুবলীগ সাংগঠনিক সম্পাদক সুফিউর রহমান টিপুর সঞ্চালনায় সভায় আরও বক্তব্য রাখেন–৩৯নং ওয়ার্ড কাউন্সিলর জিয়াউল হক সুমন, সাবেক কাউন্সিলর মো. আসলাম, আওয়ামী লীগ নেতা সালাউদ্দিন ইবনে আহাম্মদ, হাসান মুরাদ, আজিজ মোল্লা, সৈয়দ আহম্মদ বাদল, দেবাশীষ পাল দেবু, নায়েবুল ইসলাম ফটিক। আরও উপস্থিত ছিলেন– ওয়াহিদুল আলম, ওয়ারিশ আলী খান, আব্দুল মতিন মাস্টার, ওমর ফারুক, আমেনা বেগম মিনা, অধ্যাপিকা বিবি মরিয়ম, ইমতিয়াজ বাবলা, সানাউল্লাহ, মাইনুল ইসলাম, জামাল উদ্দিন রাজু, নজরুল ইসলাম, জাহেদ আলী, আনোয়ার আলী, মো. ওয়াহিদ, হাসান উদ্দনি সোহলে, মো. শহিদ শেঠ, মো. জুয়েল, ফখরুল ইসলাম রুবেল, নাহিদ পাঠোয়ারী মুন্না, আরিফুল ইসলাম আলভি, মো. মিরাজ, ইকবাল হোসেন নয়ন, ফখরুল ইসলাম, সজিবুল ইসলাম সজিব প্রমুখ।
নগর স্বেচ্ছাসেবক লীগ : আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার কারামুক্তি দিবস উপলক্ষে মহানগর স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগে শনিবার নগরীর লালদিঘী শাহী জামে মসজিদে দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
নগর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি দেবাশীষ নাথ দেবুর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, নগর স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আজিজুর রহমান আজিজ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, নগর স্বেচ্ছাসেবক লীগ সহ–সভাপতি এডভোকেট তসলিম উদ্দীন, মনোয়ার জাহান মনি, আজিজ মিশির, নাজমুল হুদা শিপন, আজাদ খান অভি, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন, সাংগঠনিক সম্পাদক দেবাশীষ আচার্য্য সহ বিভিন্ন থানা ও ওয়ার্ডের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
সদরঘাট থানা আওয়ামী লীগ : আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনার ১৫তম কারামুক্তি দিবস ও সীতাকুণ্ডের বিএম কন্টেনার ডিপোতে অগ্নিকাণ্ডের ঘটনায় নিহতদের মাগফেরাত কামনায় শনিবার হযরত শাহছুফি আমানত খান (রা.) দরগা শরীফে সদরঘাট থানা আওয়ামী লীগের উদ্যোগে খতমে কোরআন ও বাদ মাগরিব মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন থানা আওয়ামী লীগের সভাপতি জাহাঙ্গীর চৌধুরী, ২৯নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আলী বক্স, ৩০নং ওয়ার্ড আ.লীগের সাধারণ সম্পাদক সালাউদ্দিন ইবনে আহাম্মদ, ভারপ্রাপ্ত সম্পাদক এম. সালাউদ্দিন, যুগ্ম সম্পাদক এস এম হাবিবুর রহমান, শিল্প ও বাণিজ্য সম্পাদক হাজী দানু মিয়া, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মো. জাহাঙ্গীর আলম, সদস্য মো. জাহেদ হোসেন ঠগর, মোশারফ হোসেন লিটন, মো. ইউনুস, হারুন, আইয়ুব আলী, মুজিবুর রহমান প্রমুখ। মুনাজাত ও মিলাদ–কিয়াম পরিচালনা করেন শাহজাদা সরফুদ্দীন মাহামুদ, শওকত আলী খান (শাহীন) ও শাহজাদা মো. বেলায়েত খান। প্রেস বিজ্ঞপ্তি।












