জাতীয় সংসদের হুইপ সামশুল হক চৌধুরী এমপি বলেছেন, শেখ হাসিনা সরকার গরীব অসহায়দের সহায়তায় সবসময় আন্তরিক। করোনা পরিস্থিতিসহ দেশের যেকোনা দুঃসময়ে আওয়ামী লীগ সরকার সাধারণের পাশে থেকে সহায়তার হাত বাড়ায়। তিনি আরো বলেন, হিন্দু মুসলিম বিভক্তি করে একটি মহল দেশে নৈরাজ্য সৃষ্টি করতে প্রতিনিয়ত অপতৎপরতায় লিপ্ত থাকে তাদের প্রতিহত করতে হবে। গতকাল শনিবার বিকেলে আল্লাই ওখাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এস্টেট অব ব্যাংকক ইন্ডিয়া চট্টগ্রাম অঞ্চলের উদ্যোগে ও পটিয়া পৌরসভার ১ নং ওয়ার্ড কাউন্সিলর মো. নাছিরের সার্বিক সহায়তায় দুঃস্থ, গরীব অসহায়দের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।
কাউন্সিলর মোহাম্মদ নাছিরের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান মোতাহেরুল ইসলাম চৌধুরী, পৌরসভা মেয়র আইয়ুব বাবুল, এস্টেট অব ব্যাংকক ইন্ডিয়া চট্টগ্রাম অঞ্চলের প্রধান নিবার্হী সুব্রত বিশ্বাস, পৌরসভা আওয়ামী লীগ সভাপতি আলমগীর আলম, সহ-সভাপতি ফজলুল হক আল্লাই, সাধারণ সম্পাদক এমএনএ নাছির। পৌরসভা যুবলীগ সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলামের পরিচালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, জাহাঙ্গীর আলম, ইব্রাহিম, তারেকুর রহমান, হাজী মফিজ, বদিউল আলম প্রমুখ।