শেখ হাসিনার নেতৃত্বে বিশ্ব দরবারে বাংলাদেশ আজ উচ্চ মর্যাদায় আসীন

আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীতে বক্তারা

আজাদী ডেস্ক | রবিবার , ২৫ জুন, ২০২৩ at ৫:৫৪ পূর্বাহ্ণ

নানা আয়োজনে চট্টগ্রাম নগরী ও উপজেলায় আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।

সীতাকুণ্ড উপজেলা আ.লীগ : সীতাকুণ্ড প্রতিনিধি জানান, সীতাকুণ্ড উপজেলা আওয়ামী লীগের আয়োজনে আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীতে কেক কাটা ও আনন্দ র‌্যালির আয়োজন করা হয়। কেক কাটার পূর্বে বক্তব্যে কর্মীদের উদ্দেশ্য নেতৃবৃন্দ বলেছেন, সকল ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। বিএনপিজামায়তের নাকশকতা ও অগ্নিসংযোগের জবাব দিতে সকল নেতাকর্মী ও সমর্থকদের প্রস্তুত থাকতে হবে। আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শুক্রবার বিকাল ৩ টায় সীতাকুণ্ড পৌর সদরে তিন নেতা ঐক্যবদ্ধ্য হয়ে বিশাল মিছিল বের করেন। এতে প্রায় ৫ হাজার নেতাকমী অংশগ্রহণ করেন। মিছিলটি পৌর সদর প্রদক্ষিণ করে উপজেলা পরিষদে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে। এরপর সীতাকুণ্ডস্থ জেলা পরিষদ মিরনায়তনে উপজেলা আওয়ামীলীগের সভাপতি আব্দুল্লাহ আল বাকের ভুঁইয়ার সভাপতিত্বে এবং উপজেলা আ.লীগের যুগ্ম সম্পাদক তাজুল ইসলাম নিজামী, শওকত আলী জাহাঙ্গীর ও সাইদ মিয়ার পরিচালনায় আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেনসীতাকুণ্ড আসনের সংসদ সদস্য দিদারুল আলম। প্রধান বক্তা ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান এস এম আল মামুন। বক্তব্য রাখেনআ ম ম দিলশাদ, আওয়ামী নেতা আজিজুল হক, জাহাঙ্গীর ভুঁইয়া প্রমুখ। প্রধান অতিথি সাংসদ দিদারুল আলম বলেন, দেশ, জাতি, দলের জন্য ব্যক্তিগত হিসাবনিকাশ ভুলে যেতে হবে। তাই সকল নেতা কর্মিকে ঐক্য উপহার দিতে চাই নেতা কর্মিরা ঐক্যবদ্ধ আছে। জামায়াতবিএনপির য়ড়যন্ত্র ও নাশকতার উপযুক্ত জবাব দিতে নেতা কর্মিরা প্রস্তুত। একই সুরে কথা বলেছেন অন্যান্য নেতা কর্মিরাও। সীতাকুণ্ড আওয়ামীলীগের সভাপতি আবদুল্লা আল বাকের ভুঁইয়া বলেন, সীতাকুণ্ড আওয়ামীলীগে কোন বিভেধ নাই। যেসকল ইউনিয়ন আওয়ামীলীগের কমিটি নিয়ে বিতর্ক রয়েছে তা যৌথভাবে সিদ্ধান্ত নিয়ে সমস্যার সমাধান করা হবে। আগামী জাতীয় সংসদ নির্বাচনের যে মনোনয়ন পায় আমরা তার পক্ষে কাজ করবো। সীতাকুণ্ডে কোন গ্রুপিং থাকবে না।

রাঙ্গুনিয়া উপজেলা আ. লীগ : রাঙ্গুনিয়া প্রতিনিধি জানান, আওয়ামী লীগের ৭৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাঙ্গুনিয়া উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে আলোচনা সভা, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ ও কেকে কাটা অনুষ্ঠান উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে শুক্রবার বিকালে অনুষ্ঠিত হয়েছে। উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি এম এ মান্নান চৌধুরীর সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেনচট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী আওয়ামী লীগের সহসভাপতি স্বজন কুমার তালুকদার। প্রধান আলোচনা ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক ডিন অধ্যাপক ড. সেকান্দর হোসেন চৌধুরী। প্রচার ও প্রকাশনা সম্পাদক এমরুল করিম রাশেদ ও উপ প্রচার সম্পাদক মাহমুদুল হাসান বাদশার যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন চট্টগ্রাম উত্তর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো. নজরুল ইসলাম তালুকদার, সদস্য আকতার হোসেন খান, রাঙ্গুনিয়া উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ইকবাল হোসেন, যুগ্মসাধারণ সম্পাদক ইকবাল হোসেন চৌধুরী মিল্টন, তরিৎ কান্তি দে, সাংগঠনিক সম্পাদক জাহিদুল ইসলাম চৌধুরী আইয়ুব, আব্দর রহিম, সম্পাদক মণ্ডলীর সদস্য নিজাম উদ্দিন বাদশা, আবু তাহের, জসিম উদ্দিন শাহ্‌, কামাল উদ্দিন, হালিম আবদুল্লাহ, সদস্য শেখ মুজিব রহমান চৌধুরী, শেখর বিশ্বাস, শওকত বিন ইউনূচ, জাহিদুল আলম, সিরাজুল করিম সিকদার, শওকত হোসেন সেতু, আবুল মুনছুর, আলমগীর বাবু, আবুল হাশেম সও, সৈয়দ আবুল মনছুর, উপদেষ্টা মণ্ডলীর সদস্য আইয়ুব নূরী, স্বনির্ভর রাঙ্গুনিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুর উল্লাহ, পৌরসভা আওয়ামী লীগের সভাপতি আরিফুল ইসলাম চৌধুরী, সাধারণ সম্পাদক মোহাম্মদ সেলিম, ইউনিয়ন আওয়ামী লীগ নেতা আহসান হাবীব, বদিউল আলম মাষ্টার, মো. ইসহাক, মো. জালাল উদ্দীন, মুসলিম উদ্দিন, আনোয়ার হোসেন তালুকদার, আলমগীর, নুরুল আবছার, হান্নান চৌধুরী, মো. ইদ্রিস, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ ইউনূচ, কৃষকলীগের সভাপতি আব্দুল মান্নান তালুকদার, স্বেচ্চাসেবক লীগের সভাপতি নাসির উদ্দীন রিয়াজ, সাধারণ সম্পাদক দিদারুল আলম, মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নিলু আকতার, তাঁতীলীগের আহবায়ক মোরশেদ তালুকদার, যুবমহিলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট রাহিলা চৌধুরী রেখা, সাধারণ সম্পাদক সুমাইয়াতু নুর বৃষ্টি, শ্রমিক লীগ নেতা সোহেল রানা, ছাত্রলীগের সভাপতি রাসেল রাসু, সাধারণ সম্পাদক মো.আলী শাহ প্রমুখ। আলোচনা সভার শুরুতে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয় এবং শেষে কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকী পালন করেন নেতৃবৃন্দ।

মহানগর জয় বাংলা পরিষদ : বাংলাদেশ আওয়ামী লীগের ৭৪ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে চট্টগ্রাম মহানগর জয় বাংলা পরিষদের উদ্যোগে এক আলোচনা সভা সংগঠনের সভাপতি অধ্যক্ষ মোঃ আসলাম হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সংগঠনের সাধারণ সম্পাদক অধ্যাপক মোঃ ইসমাঈল হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য মোঃ এস্কান্দর মিয়া, হাজী মোঃ ইব্রাহীম, নোয়াব আলী মেম্বার, সৈয়দ মফিজুর রহমান, মিসেস রওশন রোজী, আব্দুল মালেক বাবুল, আব্দুল হালিম মেম্বার, রেহানা আহম্মদ মনি, শওকত আলী জমিদার, শফিউর রহমান, আব্দুর নূর, মোঃ ইয়াছিন, মোঃ জসিম উদ্দিন, মোঃ ফারুক, মোঃ হোসেন মানড়বা, মোঃ মাহবুব, মোরশেদ বাবু, দেলোয়ার হোসেন রাজু, সাইমুন চৌধুরী, মুরাদ খান, হাফেজ মোঃ হাজাঙ্গীর, মোঃ আলমগীর, মোঃ সোহেল মিয়া প্রমুখ।

মহানগর মৎস্যজীবী লীগ : চট্টগ্রাম মহানগর আওয়ামী মৎস্যজীবী লীগের উদ্যোগে আওয়ামী লীগের ৭৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও আনন্দ র‌্যালি গত ২৩ জুন অনুষ্ঠিত হয়। মহানগর মৎস্যজীবী লীগের সহসভাপতি মো. হেমায়েত হোসেন মিঠুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এমএ মোতালেব তালুকদারের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি ছিলেন কোতোয়ালী থানা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি মশিউর রহমান রোকন। সভায় বক্তব্য রাখেন মহানগর মৎস্যজীবী লীগের সহসভাপতি জাহিদুর রহমান জুয়েল, যুগ্ম সাধারণ সম্পাদক ওয়াহিদ রহমান, অর্থ বিষয়ক সম্পাদক মোহাম্মদ আনিসুর রহমান আনিস, দপ্তর সম্পাদক সালাউদ্দিন মানিক, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মো. ইকবাল হোসেন, শিল্প বাণিজ্য বিষয়ক সম্পাদক নাদিম শরীফ মিন্টু, প্রশিক্ষণ ও পরিকল্পনা বিষয়ক সম্পাদক শিটুন দাশ, যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক সৈয়দ আহমেদ মোস্তফা হেলাল, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মইিদুল ইসলাম স্বপন, মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক মোহাম্মদ বজলুর রহমান, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক সুমন দাশ, সাংগঠনিক সম্পাদক এমএ মজিদ চৌধুরী, উপদপ্তর সম্পাদক মুহাম্মদ হাসান মাহবুব, উপআইন বিষয়ক সম্পাদক এড. আরফেন আলী রনি , কার্যকরী সদস্য খবির মাষ্টার, ফরহাদ আহমেদ মিথুন, রাহুল চক্রবর্তী, আল আমিন, গোলাম মোস্তফা, ভোলা দাশ, নিশান সরকার, নুর উদ্দিন খোকন, মাহমুদ রহমান (বাবু), আমির বেলাল হিরো, প্রকাশ জৈন, চান্দগাঁও থানার সাধারণ সম্পাদক হায়দার আলী সাদ্দাম, যুগ্ম সাধারণ সম্পাদক জয় চক্রবর্তী, রনধীর দাশ, প্রদীপ দাশ সাধু, শিশির দাশ, শ্যাম দাশ, কাজল দাশ প্রমুখ। শেষে আনন্দ র‌্যালীটি কোতোয়ালী মোড় থেকে শুরু হয়ে নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করেন।

পাহাড়তলী থানা আওয়ামী লীগ : বাংলাদেশ আওয়ামী লীগের ৭৪ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পাহাড়তলী থানা আওয়ামী লীগের উদ্যেগে এক আলোচনা সভা সংগঠনের সভাপতি নূরুল আফছার মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সংগঠনের সাধারণ সম্পাদক অধ্যক্ষ মোঃ আসলাম হোসেনের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন অহিদুল আমিন, মোজাফর আহম্মদ মাসুম, কামাল উদ্দিন মাষ্টার, আব্দুল হালিম মেম্বার, আলহাজ্ব মোঃ নুরুনড়ববী, আব্দুল মানড়বান, খেকন দেবনাথ, মোঃ এস্কান্দর, মোঃ রফিক, মোঃ আলমগীর আলম, মোঃ জাহাঙ্গীর আলম প্রমুখ।

পূর্ববর্তী নিবন্ধভূমধ্যসাগরে নৌকাডুবি নরসিংদীতে একজনের মৃত্যুর খবর, কয়েক পরিবারে আহাজারি
পরবর্তী নিবন্ধবিশ্ব সংগীত দিবসে মোপলেসের স্মরণানুষ্ঠান