শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ সর্বক্ষেত্রে এগিয়ে যাচ্ছে

দক্ষিণ জেলা ওলামা লীগের সভায় মফিজুর রহমান

| রবিবার , ১০ সেপ্টেম্বর, ২০২৩ at ৮:৪৯ পূর্বাহ্ণ

চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী ওলামা লীগের উদ্যোগে আহ্বায়ক কমিটি গঠন কল্পে এক আলোচনা সভা ও দোয়া মাহফিল গতকাল শনিবার ক্রসিং মোড়স্থ মেঘা কনভেশন হলে অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন মওলানা এস.এম. মিছবাহুল হক। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি মোতাহেরুল ইসলাম চৌধুরী। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মফিজুর রহমান। সভায় মফিজুর রহমান বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আলেমদের জন্যে অনেক কল্যাণমূলক কাজ করেছেন। প্রকৃতপক্ষে যদি কোন দল আলেমদের পক্ষে কাজ করে সেটি হচ্ছে বাংলাদেশ আওয়ামী লীগ। বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাও আলেমদের কল্যাণে কাজ করছেন।

তিনি বলেন, দেশের ৫৬০টি উপজেলা অত্যাধুনিক মডেল মসজিদ নির্মাণ হচ্ছে। বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী একের পর এক সাহসী পদক্ষেপ নিয়ে জনগণের কল্যান করছেন। সারাদেশের ইমামমোয়াজ্জিমদের জন্য মাসিক সম্মানী ভাতা প্রদানের ঘোষণা দিয়েছেন। এই দেশকে আর পেছনে তাকাতে হবে না। শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ সর্বক্ষেত্রে এগিয়ে যাচ্ছে, আগামীতেও যাবে।

সভায় বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির ধর্ম বিষয়ক সদস্য শাহাদাৎ নবী (খোকা) এবং চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী ওলামালীগের আট উপজেলার প্রতিনিধিবৃন্দ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধযুগে যুগে মহামানবরা আবির্ভূত হন শান্তি প্রতিষ্ঠার জন্য
পরবর্তী নিবন্ধচুনতীতে ইসালে ছওয়াব মাহফিল