শেখ হাসিনার জন্মদিন পালন

প্রিমিয়ার ভার্সিটিতে প্রস্তুতি সভা

| বুধবার , ১৫ সেপ্টেম্বর, ২০২১ at ৬:২৯ পূর্বাহ্ণ

নগরীর জিইসি মোড়স্থ প্রিমিয়ার ইউনিভার্সিটি ভবনে প্রিমিয়ার ইউনিভার্সিটির সকল বিভাগের চেয়ারম্যানদের নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন পালন উপলক্ষে এক প্রস্তুতি সভা গতকাল মঙ্গলবার অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন উপাচার্য প্রফেসর ড. অনুপম সেন। সভায় আগামী ২৮ সেপ্টেম্বর শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে ইউনিভার্সিটিতে তাঁর জীবন নিয়ে ফটো প্রদর্শনী, আলোচনা সভা ও দোয়া মাহফিলের সিদ্ধান্ত গৃহীত হয়।
সভায় উপস্থিত ছিলেন প্রফেসর একেএম তফজল হক, প্রফেসর ড. মোহীত উল আলম, প্রফেসর ড. তৌফিক সাঈদ, প্রফেসর এম. মঈনুল হক, আর্কিটেকচার বিভাগের চেয়ারম্যান প্রফেসর সোহেল এম শাকুর, গণিত বিভাগের চেয়ারম্যান ইফতেখার মনির, ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের চেয়ারম্যান টুটন চন্দ্র মল্লিক, আইন বিভাগের চেয়ারম্যান তানজিনা আলম চৌধুরী, ইংরেজি বিভাগের চেয়ারম্যান সাদাত জামান খান, অর্থনীতি বিভাগের চেয়ারম্যান ফারজানা ইয়াসমিন চৌধুরী এবং রেজিস্ট্রার খুরশিদুর রহমান। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধব্যবসায়ী-ভ্যাট কর্মকর্তা সৌহার্র্দ্যপূর্ণ সম্পর্ক হয়রানি কমাবে
পরবর্তী নিবন্ধপ্রান্তিক শ্রেণির জনগোষ্ঠীকে দক্ষ মানবসম্পদে পরিণত করতে হবে