আনোয়ারা ওষখাইন আলী নগর গাউসিয়া রহমানিয়া মওলা মঞ্জিলে হযরত শাহ আলী রজা কানু (র.) এর পিতা নবাব খাজা শেখ সাচী মুহাম্মদ আল নক্সবন্দি (রহ) ২৪২তম বার্ষিক ওরশ রুবী গেইট নুরিয়া বিষু দরবারের সাজ্জাদানশীন মৌলানা মীর মুহাম্মদ মঈনুদ্দীন নূরী ছিদ্দিকী আল-কোরাইশীর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন শাহজাদা সোলতান উদ্দীন, শাহজাদা ছাহিলুর রশিদ, মাওলানা মাহাবুব নুরী, মাওলানা মনছুরুল হক আলকাদেরী, মাওলানা হাবিবুল্লাহ নুরী, মাওলানা আবদুর রহমান নুরী, মাওলানা আমজাদ হোসেন নুরী। শেষে আখেরী মুনাজাতের মধ্য দিয়ে ওরশ শেষ হয়। প্রেস বিজ্ঞপ্তি।