শেখ রাসেল দিবসে বোয়ালখালীতে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী

আজাদী অনলাইন | বুধবার , ১৮ অক্টোবর, ২০২৩ at ১২:০৩ অপরাহ্ণ

বোয়ালখালীতে শেখ রাসেল দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান বুধবার (১৮ অক্টোবর) সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে (স্বাধীনতা) করা হয়েছে। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মামুন।

উপজেলা সহকারি প্রোগ্রামার একরাম ইবনে সুলতানের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, চট্টগ্রাম-৮ আসনের সংসদ সদস্য নোমান আল মাহমুদ। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান বোরহান উদ্দিন মোহাম্মদ এমরান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান এস এম সেলিম, মহিলা ভাইস চেয়ারম্যান শামীম আরা বেগম, সহকারি কমিশনার (ভূমি) নুসরাত ফাতেমা চৌধুরী, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সালমা ইসলাম, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা গোলাম রহমান চৌধুরী, কৃষি কর্মকর্তা মো. আতিক উল্লাহ্, প্রাণীসম্পদ কর্মকর্তা ডা. সেতু ভূষণ দাশ, বীর মুক্তিযোদ্ধা কমান্ডার আবুল বশর, বোয়ালখালী থানার (ভারপ্রাপ্ত) কর্মকর্তা মো. আছহাব উদ্দীনসহ উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষিকা ও ছাত্রছাত্রীবৃন্দ।

পূর্ববর্তী নিবন্ধফটিকছড়িতে ফেনসিডিল বিক্রি করতে এসে ধরা খেল পুলিশ কনস্টেবল
পরবর্তী নিবন্ধচট্টগ্রামের ২৬ রুটে চলছে পরিবহন ধর্মঘট