ফটিকছড়িতে ফেনসিডিল বিক্রি করতে এসে ধরা খেল পুলিশ কনস্টেবল

আজাদী অনলাইন | বুধবার , ১৮ অক্টোবর, ২০২৩ at ১১:২৫ পূর্বাহ্ণ

চট্টগ্রামের ফটিকছড়িতে ৭৪ বোতল ফেনসিডিল বিক্রি করতে আসা সাজ্জাদ নামের এক পুলিশ কনস্টেবলকে আটক করেছে বাগানবাজারের স্থানীয় জনতা।

১৮ অক্টোবর (বুধবার) সকাল ৯টার দিকে উপজেলার ভূজপুর থানার বাগানবাজার ইউপির চিকনছড়া এলাকা থেকে স্থানীয় জনতা ওই কনস্টেবলকে আটক করে বাগানবাজার ইউনিয়ন পরিষদে হস্তান্তর করে। বিষয়টি আজাদীকে নিশ্চিত করেছেন ১নং বাগানবাজার ইউপির চেয়ারম্যান সাহাদাত হোসেন সাজু।

ঘটনার সত্যতা নিশ্চিত করে তিনি বলেন- সকাল ৯টার দিকে রামগড় থানার সাজ্জাদ নামের এক পুলিশ কনস্টেবলকে ফেনসিডিল সহ আটক করে স্থানীয়রা। তার কাছে ৭৪ বোতল ফেনসিডিল পাওয়া যায়। স্থানীয়রা আটক করে তাকে পরিষদে হস্তান্তর করে, সে এখনো পরিষদে আছে। পুলিশ এসে নিয়ে যাবে।”

এ বিষয়ে রামগড় থানার অফিসার ইনচার্জ মিজানুর রহমান বলেন- এ বিষয়ে আমাদের কাছে কোন তথ্য নাই।

এ ব্যাপারে জানতে চাইলে ভূজপুর থানার অফিসার ইনচার্জ হেলাল উদ্দিন ফারুকী বলেন- খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। থানার নিয়ে আসার পর পুলিশ কিনা বা কোন থানার পুলিশ এটা যাচাই-বাছাই এর পর জানা যাবে।

পূর্ববর্তী নিবন্ধপটিয়ায় নির্মিত হচ্ছে শেখ কামাল অডিটরিয়াম কাম মাল্টিপার্পাস হল
পরবর্তী নিবন্ধশেখ রাসেল দিবসে বোয়ালখালীতে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী