শেখ রাসেল চ্যালেঞ্জ ক্রিকেটে জুনিয়র ও বেসিকের জয়

| শনিবার , ২১ অক্টোবর, ২০২৩ at ৫:৪৪ পূর্বাহ্ণ

শেখ রাসেল অনূর্ধ্ব১১ চ্যালেঞ্জ কাপ ক্রিকেটে গতকাল নিজ নিজ খেলায় জয় পেয়েছে আরজু মনি জুনিয়র ক্রিকেট একাডেমি ও রিটু খান বেসিক ক্রিকেট একাডেমি। দামপাড়া পুলিশ লাইনস মাঠে অনুষ্ঠিত দিনের প্রথম খেলায় আরজু মনি ১০ উইকেটে বেবি সেরনিয়াবাত নিউ স্টার ক্রিকেট একাডেমিকে পরাজিত করে।

প্রথমে ব্যাট করতে নেমে বেবি সেরনিয়াবাত একাডেমি ১৭.৪ ওভারে ৪০ রানে অলআউট হয়ে যায়। জবাবে মাত্র ৫.৫ ওভারে কোন উইকেট না হারিয়ে জয় তুলে নেয় আরজু মনি একাডেমি। ১৪ রান এবং ২ উইকেট নিয়ে ম্যাচ সেরা হয় জয়ী দলের ইয়াসিন হোসেন ছামির। তার হাতে পুরস্কার তুলে দেন সাবেক জাতীয় ক্রিকেটার নুরুল আবেদীন নোবেল।

দিনের দ্বিতীয় খেলায় সজীব সেরনিয়াবাত চিটাগং স্কোয়াডকে ৮ উইকেটে হারায় রিটু খান বেসিক ক্রিকেট একাডেমি। ১৫ ওভারের এই ম্যাচে প্রথমে ব্যাট করে সজীব সেরনিয়াবাত ৭ উইকেট হারিয়ে ৪৪ রান সংগ্রহ করে।

জবাবে মাত্র ৫ ওভারে ২ উইকেট হারিয়ে জয় তুলে নেয় রিটু খান একাডেমি। বোলিংয়ে ৩ উইকেট এবং ব্যাট হাতে ২৯ রান করে ম্যাচ সেরা হন জয়ী দলের নুরুল মোস্তফা। তাকে পুরস্কার তুলে দেন সিজেকেএস কাউন্সিলর মো. মুজিবর রহমান।

পূর্ববর্তী নিবন্ধনির্বাচনে জনগণের অংশগ্রহণই মুখ্য
পরবর্তী নিবন্ধশেখ রাসেল বিভাগীয় কমিশনার ফুটবলে চট্টগ্রামের হার