শেখ রাসেল চ্যালেঞ্জ কাপ ক্রিকেটে খেলোয়াড় রেজিস্ট্রেশন শুরু আজ

| বুধবার , ৩ আগস্ট, ২০২২ at ১১:৪৩ পূর্বাহ্ণ

চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের ক্রীড়া বিভাগ আয়োজিত ও চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় শেখ রাসেল স্মরণে অনূর্ধ্ব-১১ চ্যালেঞ্জ কাপ ক্রিকেট টুর্নামেন্ট ১৭ আগস্ট শুরু হবে। আসরে ১৬টি একাডেমি দল অংশ নেবে। দলগুলোর খেলোয়াড় রেজিস্ট্রেশন শুরু হচ্ছে আজ বিকাল ৫টা থেকে।

এই কার্যক্রম চলবে ৫ আগস্ট পর্যন্ত প্রতিদিন বিকাল ৫টা থেকে রাত ৮টা পর্যন্ত। ৫ আগস্টের মধ্যেই প্রতিটি দলকে ফরম জমা দেওয়ার জন্য বলা হয়েছে। আজ বিকাল ৫টায় এম এ আজিজ স্টেডিয়ামে রেজিস্ট্রেশন কার্যক্রমের উদ্বোধন করবেন সিজেকেএস সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দিন।

এতে সংশ্লিষ্ট সকলকে যথাসময়ে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানিয়েছেন মহানগর আওয়ামী লীগের যুব ও ক্রীড়া সম্পাদক এবং সিজেকেএস সহ-সভাপতি দিদারুল আলম চৌধুরী। চ্যালেঞ্জ কাপ ক্রিকেটে অংশ নিতে যাওয়া ১৬টি দলের নামকরণ ১৯৭৫ সালের ১৫ আগস্ট শহীদদের নামকরণে করা হয়েছে। প্রেস বিজ্ঞপ্তি

পূর্ববর্তী নিবন্ধহিটেই বাদ গেলেন সুমাইয়া, ইমরানুর
পরবর্তী নিবন্ধনয় ঘণ্টায় শেষ জমজমাট আর্চারি লিগ!